ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

১০ তলার অর্থ অনুমোদন

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ঢাবিতে আনন্দ মিছিল

প্রকাশিত: ০৫:৫৮, ২১ ডিসেম্বর ২০১৬

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ঢাবিতে আনন্দ মিছিল

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীর জন্য বঙ্গবন্ধু টাওয়ার ভবনের বর্ধিত ১০তলার অর্থ অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের সংগঠন চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়ন। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলের আগে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। উপাচার্য বলেন, প্রধানমন্ত্রী এ প্রকল্পের জন্য অর্থ অনুমোদন দিয়েছেন। দ্রুত এর নির্মাণ কাজ শুরু হবে। জাতির জনক বঙ্গবন্ধুর সঙ্গে কর্মচারীদের সম্পর্ক ছিল অত্যন্ত নিবিড়। কর্মচারীদের আন্দোলনে সংহতি প্রকাশ করায় তার ছাত্রত্ব বাতিল করা হয়েছিল। এ সময় উপাচার্য মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। এছাড়া বক্তব্য দেন, ইউনিয়নের সভাপতি তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক হান্নান মিজি। প্রতিবাদী শিশু সিরিয়ায় রাশিয়ার হস্তক্ষেপ বন্ধের দাবিতে মঙ্গলবার তেলআবিবে রুশ দূতাবাসের সামনে অনুষ্ঠিত বিক্ষোভে একটি ইসরাইলী মেয়ে শিশুকে প্ল্যাকার্ড হাতে দেখা যাচ্ছে। -এএফপি ভল্লুকের উপহার জার্মানির হ্যানোভার চিড়িয়াখানায় পোলার ভল্লুক স্পিঙ্গার (ডানে) ও ন্যানোককে মঙ্গলবার ক্রিসমাস উপলক্ষে ফল ও সবজি দিয়ে সজ্জিত একটি ‘ক্রিসমাস ট্রি’ উপহার দেয়া হয়েছে। সেটাই জিহ্বা দিয়ে চেখে দেখছে তারা। -এএফপি
×