ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মেশিনপত্র ও সরঞ্জাম উদ্ধার

রাজধানীতে ইয়াবা তৈরির কারখানার সন্ধান

প্রকাশিত: ০৫:৫৭, ২১ ডিসেম্বর ২০১৬

রাজধানীতে ইয়াবা তৈরির কারখানার সন্ধান

স্টাফ রিপোর্টার ॥ বনজ ওষুধ তৈরির ব্যবসা থেকে ইয়াবা ট্যাবলেট তৈরির কারখানা গড়ে তোলে গ্রেফতারকৃত নাসির আহমেদ (৫৫)। ওই কারখানায় দিনে প্রায় ৫০০ ইয়াবা উৎপাদিত হতো। এসব ইয়াবা ডেমরাসহ রাজধানীর বিভিন্ন মাদক স্পটে সরবরাহ করত সে। মঙ্গলবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন ওয়ারী বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ ফরিদ উদ্দিন। ডিসি মোহাম্মদ ফরিদউদ্দিন জানান, সোমবার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে ডেমরার সারুলিয়ার টেংরা মা মোরিয়াল স্কুল রোডের আমতলা গলির একটি বাসা থেকে ইয়াবা তৈরির কারিগর নাসির আহমেদকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১১১০ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি ইয়াবা তৈরির হ্যান্ড মেশিন, ১টি ডাইস, ১টি হিটার মেশিন, ১টি আর্দ্রতারোধক মেশিন, ২৮ কেজি ৭৫০ গ্রাম পাউডারসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে পুলিশ। সংবাদ সম্মলনে ফরিদ উদ্দিন জানান, ওই ইয়াবা কারখানা অভিযান করতে গিয়ে পুলিশ কুকুরের ধাওয়ার মুখে পড়ে। পরে পুলিশ কুকুরকে মেনেজ করে ওই কারখানা অভিযান চালান। ডিসি ফরিদউদ্দিন জানান, ইয়াবা কারিগর নাসির নিজেও একজন ইয়াবাসেবী। গত ১ বছর যাবত তিনি ইয়াবা তৈরির কাজ করছিলেন। ইয়াবা বিক্রির ৮ জন সক্রিয় সদস্য রয়েছে। ডিসি জানান, উদ্ধারকৃত সরঞ্জামাদি দিয়ে প্রায় ৪ লাখ পিস ইয়াবা ট্যাবলেট তৈরি করা সম্ভব ছিল। ডিসি ফরিদউদ্দিন আরও জানান, এর আগে দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে নাসিরকে গ্রেফতার করা হয়েছে। তিনি জানান, এই চক্রের মূল কারিগর আব্দুল্লাহ পলাতক রয়েছেন। তাকে এবং বাকি সদস্যদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। ডিসি ফরিদউদ্দিন জানান, ইয়াবা তৈরির করার আগে নাসির কবিরাজ ছিলেন। তিনি বনজ ওষুধ তৈরির ব্যবসা করতেন। তিনি তার পূর্বের ব্যবসা বন্ধ করে এই ইয়াবার কারখানা চালু করেন। বনজ ওষুধের ব্যবসার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নাসির ইয়াবা তৈরির কারখানা গড়ে তোলেন। আর তৈরির সব সরঞ্জামাদি তিনি লোকাল মার্কেট থেকে সংগ্রহ করতেন। ডিসি ফরিদউদ্দিন জানান, জিজ্ঞাসাবাদে নাসির জানিয়েছে প্রতিদিন প্রায় ৫০০ পিস ইয়াবা তিনি তৈরি করতে পারতেন। তার কাছ থেকে ইয়াবা ব্যবসায়ীরা পাইকারি দরে কিনে খুচরা ক্রেতাদের কাছে বিক্রি করতো। এ ছাড়াও তিনি ডেমরাসহ ঢাকার বিভিন্ন জায়গাতে ইয়াবা সাপ্লাই দিতেন। এই চক্রে ৮ জন সত্রিয় সদস্য রয়েছে। ডিসি জানান, এর আগে দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে নাসিরকে গ্রেফতার করা হয়েছে। তিনি জানান, এই চক্রের মূল কারিগর আব্দুল্লাহ পলাতক রয়েছেন। তাকে এবং বাকি সদস্যদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। উদ্ধারকৃত সরঞ্জামাদি দিয়ে প্রায় ৪ লাখ পিস ইয়াবা ট্যাবলেট তৈরি করা সম্ভব ছিল। তুরস্কে নিহত রাষ্ট্রদূতের স্মরণে শোকবই খুলবে ঢাকার রুশ দূতাবাস কূটনৈতিক রিপোর্টার ॥ তুরস্কে আততায়ীর গুলিতে নিহত রুশ রাষ্ট্রদূত আন্দ্রেই কারলভের স্মরণে শোকবই খুলবে ঢাকার রুশ দূতাবাস। বুধবার ঢাকার রাশিয়ার দূতাবাসে এই শোক বই খোলা হবে। মঙ্গলবার ঢাকার রুশ দূতাবাস থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশে অবস্থিত রাশিয়ান ফেডারেশনের দূতাবাস জানাচ্ছে সোমবার রাতে তুরস্কে নিয়োজিত রুশ রাষ্ট্রদূত আন্দ্রেই কারলভ সন্ত্রাসী আক্রমণে নিহত হয়েছেন। এই ঘটনায় আমরা নিহতের পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। রাশিয়া এই অমানবিক অপরাধের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে। সিরিয়ার রাজনৈতিক সমস্যার সমাধানে তৎপর থাকবে রাশিয়া। একই সঙ্গে রাশিয়া ও তুরস্কের স্বাভাবিক সম্পর্কও বজায় থাকবে। এই হৃদয়বিদারক ঘটনার প্রেক্ষিতে সন্ত্রাসবাদ প্রতিরোধে সকলেই আরও কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেছে রাশিয়া।
×