ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অনুর্ধ-১৯ এশিয়া কাপ ক্রিকেট

আজ সেমিতে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ

প্রকাশিত: ০৫:৫৪, ২১ ডিসেম্বর ২০১৬

আজ সেমিতে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তান অনুর্ধ-১৯ দলের কাছে হেরে গিয়েছিল বাংলাদেশ অনুর্ধ-১৯ ক্রিকেট দল। কিন্তু রানরেট অনেক বেশি থাকায় ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই এশিয়া কাপ অনুর্ধ-১৯ ক্রিকেট আসরের সেমিফাইনালে পা রাখে বাংলাদেশের যুবারা। এবার ফাইনালে ওঠার লড়াই। আজ স্বাগতিক শ্রীলঙ্কা অনুর্ধ-১৯ দলের মুখোমুখি হচ্ছে সাইফ হাসানের দল। দিবারাত্রির এ ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ৩টায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হবে। এ বছরের প্রথমদিকে বাংলাদেশ আয়োজন করেছিল যুব বিশ্বকাপ ক্রিকেট। সেই আসরে নিজেদের ইতিহাসে সেরা সাফল্য পেয়েছিল বাংলাদেশের যুবারা। প্রথমবারের মতো উঠেছিল সেমিফাইনালে। তবে সেই দলটির মাত্র দু’জন ক্রিকেটার আছেন। অধিনায়ক সাইফ হাসান ও পেসার আব্দুল হালিম। বাকি সবাই নতুন এবারের এশিয়া কাপ মিশনের দলটিতে। এ কারণে ভাল কিছু করা নিয়ে ছিল সংশয়। তবে গ্রুপ পর্বে আফগানিস্তান ও সিঙ্গাপুরের বিরুদ্ধে দুটি দারুণ জয়ে রানরেটে অনেক এগিয়ে যায় বাংলাদেশের যুবারা। পাকিস্তানের বিরুদ্ধে শেষ গ্রুপ ম্যাচে দারুণ প্রতিদ্বন্দ্বিতার পর অবশ্য ১ উইকেটে হারতে হয়েছে। তবে সেটা প্রভাব ফেলেনি বাংলাদেশের ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে। পাকরা জিতলেও বাদ পড়েছে। ‘বি’ গ্রুপ রানার্সআপ হিসেবে সেমিতে উঠে আসে আফগান যুবারা। মঙ্গলবার দিবারাত্রির প্রথম সেমিতে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ভারত অনুর্ধ-১৯ দলের বিরুদ্ধে মুখোমুখি হয়েছে তারা। এ ম্যাচের বিজয়ী দলটির বিরুদ্ধে ফাইনালে ওঠার লড়াই সাইফ হাসানদের। এবার এশিয়া কাপে যেহেতু আনকোরা একটি দল সে কারণে বাংলাদেশ দলের মূল লক্ষ্য ছিল অভিজ্ঞতা অর্জন। এর সঙ্গে ভাল কিছু বের করে আনা। কারণ ২০১৮ বিশ্বকাপ উলপক্ষে একটি গোছান দলে পরিণত হওয়াটাই আসল উদ্দেশ্য। সেই অভিজ্ঞতা এবার এশিয়া কাপ দিয়ে ভালই অর্জন করতে পেরেছে বাংলাদেশের যুবারা। দলের অন্যতম আকর্ষণ অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব। প্রথম দুই ম্যাচে ব্যাটে-বলে ব্যর্থ হলেও পাক যুবাদের বিরুদ্ধে শেষ গ্রুপ ম্যাচে তিনি জ্বলে উঠেছিলেন। ৮০ রান করার পর নিয়েছিলেন দুই উইকেট। আজ স্বাগতিক লঙ্কান যুবাদের বিরুদ্ধেও তার ওপর ভরসা করবে বাংলাদেশ দল।
×