ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইংলিশ প্রিমিয়ার লীগ, কোচ ক্লপ বললেন- আমি খুব খুশি, এভারটন লিভারপুল

নাটকীয় জয়ে বড়দিনের উৎসবে লিভারপুল

প্রকাশিত: ০৫:৫৩, ২১ ডিসেম্বর ২০১৬

নাটকীয় জয়ে বড়দিনের উৎসবে লিভারপুল

স্পোর্টস রিপোর্টার ॥ নাটকীয় জয়ে ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলে দুই নম্বরে উঠে এসেছে লিভারপুল। সোমবার রাতে এ্যাওয়ে ম্যাচে দ্য রেডসরা শেষ মুহূর্তের গোলে ১-০ ব্যবধানে হারিয়েছে স্বাগতিক এভারটনকে। লিভারপুলের হয়ে জয়সূচক গোলটি করেন সাডিও মানে। মার্সিসাইড এই ডার্বি জিতে বড়দিনের উৎসবের আগে বেশ চাঙ্গা হলো জার্গেন ক্লপের দল। আর দু’দলের লড়াইয়ে এ নিয়ে টানা ১২ ম্যাচ জয়হীন থাকল এভারটন। বর্তমানে ১৭টি করে ম্যাচ শেষে সর্বোচ্চ ৪৩ পয়েন্ট ভা-ারে চেলসির। তাদের চেয়ে ৬ পয়েন্ট কম নিয়ে দুইয়ে লিভারপুল। আগেরদিন আর্সেনালকে ২-১ গোলে হারানো ম্যানচেস্টার সিটি ৩৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে। দুই পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে আর্সেন ওয়েঙ্গারের আর্সেনাল। বার্নলিকে ২-১ গোলে হারানো টটেনহ্যাম হটস্পার ৩৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে। ওয়েস্টব্রুমউইচ এ্যালবিওনকে ২-০ গোলে হারানো ম্যানচেস্টার ইউনাইটেড ৩০ পয়েন্ট নিয়ে আছে ছয় নম্বরে। এভারটনের মাঠ গুডিসন পার্কে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে বদলি হিসেবে নামা ডানিয়েল স্টারিজের দূরপাল্লার নীচু শট পোস্টে লেগে ফিরলে সেনেগালের ফরোয়ার্ড মানে তা জালে পাঠিয়ে দেন। বিবর্ণ প্রথমার্ধে কোন দলই তেমনভাবে খেলার রাশ ধরতে পারেনি। তা এতোটাই ফ্যাকাশে ছিল যে প্রথম ৪৫ মিনিটে গোলমুখে শটই নিতে পারেনি দু’দল। প্রিমিয়ার লীগের চলতি মৌসুমে এমন ঘটনা দ্বিতীয়বারের মতো দেখা গেল। যদিও বিরতি থেকে ফিরে ব্রাজিলিয়ান মিডফিল্ডার রবার্তো ফিরমিনোর একটি ভলি ক্ষিপ্রতার সঙ্গে আটকে দেন এভারটনের বদলি গোলকিপার। তাতে অন্তত নির্ধারিত ৯০ মিনিট গোল হজম করতে হয়নি স্বাগতিকদের। ম্যাচের অন্তিম মুহূর্তে আরেকবার আশাহত হতে হয় ফিরমিনোকে। তার দুর্দান্ত শট গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে প্রবেশের মুহূর্তে এক ডিফেন্ডার ক্লিয়ার করেন। দারুণ এই জয় সঙ্গী করে বড়দিনের উৎসব করবে লিভারপুল। কেননা এই জয়ে দ্বিতীয় স্থানেও উঠে এসেছে তারা। পয়েন্ট খোয়ালে তিনে থাকতে হতো তাদের। স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসিত লিভারপুল কোচ জার্গেন ক্লপ। ম্যাচ শেষে তিনি বলেন, আমি খুব খুশি। জয় এক প্রকার হাতছাড়াই হয়ে গিয়েছিল। এমন অবস্থায় পূর্ণ তিন পয়েন্ট পাওয়া অনেক আনন্দের। সত্যিকার অর্থেই দুইয়ে আসতে পেরে আমি খুশি। আমাদের ভা-ারে এখন ৩৭ পয়েন্ট জমা, যা অত্যন্ত ভাল। ক্লপ বলেন, সাম্প্রতিক সময়ে আমরা বেশ কিছু পয়েন্ট নষ্ট করেছি। এখন যে অবস্থা, তাতে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। বড়দিনের আগে এটি আমাদের বেশ কাজে দেবে। এদিকে স্টোকসিটির বিরুদ্ধে ম্যাচে জিমি ভার্ডির লালকার্ডের বিরুদ্ধে আপীলের সিদ্ধান্ত নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন লিচেস্টার সিটি। ম্যাচের ২৮ মিনিটে মামে বিরাম ডিওফকে ফাউলের অপরাধে ইংলিশ এই স্ট্রাইকারকে সরাসরি লালকার্ড দেখান রেফারি ক্রেইগ পওসন যা নিয়ে যথেষ্ট বিতর্ক আছে। বেট ৩৬৫ স্টেডিয়ামের ম্যাচটি শেষ পর্যন্ত ২-২ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। স্কোট বস মার্ক হিউজেস মনে করেন সিদ্ধান্তটি যথার্থই ছিল। এর বিরুদ্ধে লিচেস্টারের প্রতিবাদের কোন কারণ তিনি খুঁজে পাননি। কিন্তু ফক্সেস কোচ ক্লডিও রানেয়েরি ম্যাচ শেষে বলেছেন এই সিদ্ধান্ত তিনি কোনভাবেই মেনে নিতে পারছেন না। পাশাপাশি তিনি জানিয়েছেন ক্লাব ইতোমধ্যেই আপীলের সিদ্ধান্ত নিয়েছে। এ প্রসঙ্গে লিচেস্টারের বিবৃতিতে বলা হয়েছে, রেফারি ক্রেইগ পওসন জেমিকে একটি চ্যালেঞ্জের জন্য সরাসরি লালকার্ড দেখান। গুরুতর ফাউলের অপরাধে রেফারি এই সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু ক্লাব কার্যত মনে করেন বিষয়টি ভুল ছিল এবং আশা করছে আগামীদিনে যথাযথ শুনানির প্রেক্ষিতে বিষয়টি পুনর্বিবেচনা করা হোক। ম্যাচটিতে ভার্ডি যখন মাঠ ত্যাগ করেন তখন ম্যাচটি গোলশূন্য ড্র ছিল। কিন্তু বিরতির আগে দুই গোলে এগিয়ে যায় স্টোক। তবে লিওনার্ডো উলোয়া ও ড্যানিয়ের আমার্টের শেষদিকের গোলে ১০ জনের দল নিয়েও শেষ পর্যন্ত ড্র করে লিচেস্টার।
×