ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার একমাত্র প্রস্তুতি ম্যাচে অচেনা নিউজিল্যান্ড একাদশ, মাশরাফি-মুশফিকদের সংবর্ধনা

কিউই ভূমিতে অনুশীলন শুরু বাংলাদেশ দলের

প্রকাশিত: ০৫:৫২, ২১ ডিসেম্বর ২০১৬

কিউই ভূমিতে অনুশীলন শুরু বাংলাদেশ দলের

স্পোর্টস রিপোর্টার ॥ দশদিন অস্ট্রেলিয়ায় অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। আর মঙ্গলবার থেকে প্রতিপক্ষের ভূমিতেই অনুশীলন শুরু করলেন বাংলাদেশের ক্রিকেটাররা। তারা অনুশীলন করেন ওয়াঙ্গারেইয়ের কোবহ্যাম ওভালে। পরে শহরের মেয়র এক সংবর্ধনা অনুষ্ঠান করে বরণ করেন সফরকারী বাংলাদেশ দলকে। এ শহরের মাঠ কোবহ্যাম ওভালে দীর্ঘ সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। বৃহস্পতিবার প্রস্তুতিমূলক সেই ওয়ানডেতে প্রতিপক্ষ নিউজিল্যান্ড একাদশ। সেই দলে নেই কোন চেনা মুখ। একেবারেই আনকোরা দলটির নেতৃত্বে আছেন কোল ম্যাককোনচি। ১২ সদস্যের দলের বাকি সদস্যরাও আন্তর্জাতিক পর্যায়ে একেবারেই অপরিচিত। এ ম্যাচ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন ইনজুরি ফেরত বাংলাদেশের পেস স্তম্ভ মুস্তাফিজুর রহমান। এমনটাই জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। নিউজিল্যান্ডের একেবারে উত্তরে অবস্থিত জনপদ ওয়াঙ্গারেই। মঙ্গলবার সকালে অনুশীলন করেছেন মাশরাফি-মুশফিকরা। হয়েছে ব্যাট-বলের কঠোর প্রস্তুতি। মূল লড়াইয়ের আগেই প্রাথমিক লড়াইটা শুরু হয়ে যাবে। বৃহস্পতিবার এ ভেন্যুতেই প্রস্তুতিমূলক ৫০ ওভারের একটি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এ ম্যাচে অবশ্য নিউজিল্যান্ড একাদশে নেই কোন বড় নাম। ক্যান্টাবারির ক্রিকেটার ম্যাককোনচির নেতৃত্বে ১২ সদস্যের দলে যারা আছেন তারা আপাতত খেলার বাইরে। কারণ নিউজিল্যান্ডে চলছে সুপার স্ম্যাশ টি২০ টুর্নামেন্ট। দেশের সেরা ক্রিকেটাররা সেই আসরে ব্যস্ত আছেন। এ ম্যাচ দিয়েই আবার খেলায় ফিরছেন বাঁ কাঁধে অস্ত্রোপচার করান মুস্তাফিজ। এ বিষয়ে নান্নু বলেন, ‘এখন পর্যন্ত আমাদের কাছে যে রিপোর্ট আছেÑ নেটে সে ভালই বোলিং করেছে। লম্বা কিছু থ্রো করেছে। ওর যে ফিটনেস তাতে করে কালকের (বৃহস্পতিবার) প্রস্তুতি ম্যাচটি সে খেলবে।’ টি২০ বিশ্বকাপে ২৬ মার্চ সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ‘কাটার মাস্টার’ খ্যাতি পাওয়া বিস্ময় বালক মুস্তাফিজ। আর সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন ২২ জুলাই ন্যাটওয়েস্ট টি২০ ব্লাস্টে সাসেক্স শার্কসের পক্ষে সারে লায়ন্সের বিরুদ্ধে। অস্ট্রেলিয়ার দুই সেরা টি২০ দল সিডনি সিক্সার্স ও সিডনি থান্ডারের বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডে যাওয়ার পর গত দু’দিন দারুণ সময় পার করেছে দেশের ক্রিকেটাররা। সবাই বেশ ফুরফুরে মেজাজে আছেন। ওয়াঙ্গারেই শহরের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গেও পরিচয় ঘটেছে। অনুশীলন শেষে শহরের মেয়র শেরিল মেই আকর্ষণীয় এক সংবর্ধনার আয়োজন করেছিলেন। মূলত বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব নিউজিল্যান্ডের (বানজি) ব্যবস্থাপনাতেই এমন আয়োজন করা হয়েছিল। স্থানীয় মাউরি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী নাচ-গানের মধ্যদিয়ে একেবারেই ভিন্ন আঙ্গিকে বাংলাদেশ দলকে বরণ করে নেয়া হয়। মাঝে আর একটাদিন অনুশীলনের পরই গা-গরমের ম্যাচ। নিজেদের বুঝে ওঠার ম্যাচ। কিউই কন্ডিশন কতখানি চ্যালেঞ্জ হবে, উইকেটের পরিস্থিতি বুঝে কিভাবে ব্যাটিং-বোলিং করতে হবে সেটার আভাস পাওয়া যাবে। নিউজিল্যান্ড একাদশ ॥ কোল ম্যাককোনচি (অধিনায়ক), বেন হর্ন (উইকেটরক্ষক), ভরত পোপলি, বেন স্মিথ, কেন ম্যাকক্লার, শন হিকস, রায়ান ডাফি, হেনরি শিপলি, ম্যাট ম্যাকইউয়ান, ব্রেট হ্যাম্পটন, আয়াজ প্যাটেল ও আয়ান ম্যাকপিক।
×