ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাস্তবের মোগলি

প্রকাশিত: ০৫:৪৯, ২১ ডিসেম্বর ২০১৬

বাস্তবের মোগলি

কালো কালিতে ছাপা বই। রঙিন কার্টুন। সিনেমা ও মেগা সিরিয়াল। মোগলির দুনিয়া কিন্তু এখানেই শেষ নয়। অন্তত আফ্রিকার নামিবিয়ার টিপ্পিদের দেখলে এমনটাই মনে হবে। সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন টিপ্পি বেশ পরিচিত। এবার মোগলির সেই চলমান গল্পকথার একটা বাস্তব উদাহরণ এই টিপ্পি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় টিপ্পির কিছু ছবি প্রকাশিত হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে কখনও চিতার সঙ্গে দুষ্টুমি করছে এই মোগলি। কখনও হাতির পিঠে চড়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে জঙ্গলে, কখনও পাখির সঙ্গে দুষ্টুমি করছে। আর বনের পশুরাও মোগলিকে নিজেদের রাজা মানছে। তার নিরাপত্তা দিচ্ছে। এই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পাওয়ার পর বিশ্বের নানা প্রান্ত থেকে মোগলিপ্রিয়রা বাস্তবের মোগলিকে দেখার জন্য আগ্রহ দেখিয়েছে। অনেকেই নামিবিয়ার দূতাবাসে ভিসার জন্য আবেদন করেছে।-ওয়েবসাইট
×