ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় ট্রাক চাপায় তিন অটো যাত্রী নিহত

প্রকাশিত: ০৫:৪৮, ২১ ডিসেম্বর ২০১৬

কুষ্টিয়ায় ট্রাক চাপায় তিন অটো যাত্রী নিহত

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ২০ ডিসেম্বর ॥ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় একজন মহিলাসহ ৩ অটোরিক্সা যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুষ্টিয়া ডিসি কোর্টের সামনে মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিক্সাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত অটোরিক্সা চালককে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভার্তি করা হয়। তবে রাত ৮টায় এ রিপোর্ট পাঠানো পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ জানায়, ভুট্টা বোঝাই একটি ট্রাক (যশোর-ট ১১-১২৯১) ঝিনাইদহ থেকে কুষ্টিয়া অভিমুখে আসার সময় মহাসড়কের কুষ্টিয়া ডিসি কোর্টের সামনে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলে চলন্ত একটি অটোরিক্সা ট্রাকের চাপায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হয়। আহত হয় অটোরিক্সা চালক মাশরুল (৪০)। পরে ফায়ার সার্ভিস পুলিশ ও স্থানীয়রা ট্রাকটি সরিয়ে নিহতদের লাশ উদ্ধার এবং আহত ব্যক্তিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়। সড়ক দুর্ঘটনার পর কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে প্রায় একঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। বগুড়ায় হত ৩ ॥ স্টাফ রিপোর্টার বগুড়া অফিস থেকে জানান, মঙ্গলবার সন্ধ্যায় বগুড়া-রংপুর সড়কের বাঘোপাড়ায় বাস ও সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও দুই জন আহত হয়। নিহতরা হলো আশিক (২৫), তপু (২৪) ও আব্দুর রহিম (২২)। তাদের বাড়ি বগুড়ার গোকুল এলাকায়। আটোরিক্সাটি বগুড়া দিকে এবং বাস রংপুরের দিকে যাচ্ছিল। আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×