ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আগামীকাল বিএমএ নির্বাচন

প্রকাশিত: ০৫:৪৮, ২১ ডিসেম্বর ২০১৬

আগামীকাল বিএমএ নির্বাচন

স্টাফ রিপোর্টার ॥ চার বছর পর বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশনের (বিএমএ) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনকে সভাপতি ও ডা. ইহতেশামুল হক চৌধুরীকে মহাসচিব করে প্যানেল ঘোষণা করেছে আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসক সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)। মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে তাঁরা ‘রাজনীতি যার যার, বিএমএ সবার’ সেøøাগানকে সামনে রেখে সর্বশেষ প্যানেল পরিচিতি অনুষ্ঠান করেছেন। অনেক আগেই সংবাদ সম্মেলনে করে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি সমর্থিত চিকিৎসক সংগঠন ‘ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’। তবে নির্বাচনে অংশ নিচ্ছে বাম সমর্থিত চিকিৎসকদের জোট ‘ডক্টরস ফর হেলথ এ্যান্ড এনভায়রনমেন্ট’। নির্বাচনে অংশ না নিলেও অদৃশ্যভাবে ড্যাবের উপস্থিতি রয়েছে। নির্বাচনে জয়-পরাজয় নির্ধারণে ড্যাবের ভোটাররা গোপনে বড় ভূমিকা রাখবেন বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বিএমএ সূত্র জানায়, চলতি বছর বিএমএতে সারা দেশে ভোটার সংখ্যা ৩৬ হাজার ১৬৬ জন। ঢাকায় ভোটার সংখ্যা ১৩ হাজার ৭০৪ জন। বিএমএ’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোট ৫১ জন। এর মধ্যে ৪৮টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকি ৯টি পদের মধ্যে ছয়জন কো-অপট সদস্য, দুজন বিএমএ’র সাবেক সভাপতি ও মহাসচিব (যদি তারা নির্বাচিত না হন) ও জার্নাল কমিটির চেয়ারম্যান হিসেবে একজন নিয়োগ পান। ২০১২ সালে বিএমএ’র সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। স্বাচিপ সমর্থিত প্যানেল ॥ মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মিলন হলে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সমর্থিত প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। স্বাচিপ, শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) শাখার সভাপতি অধ্যাপক ডাঃ শারফুদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান। এই প্যানেলের সভাপতি প্রার্থী হলেন অধ্যাপক ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব প্রার্থী অধ্যাপক ডাঃ মোঃ ইহতেশামুল হক চৌধুরী । প্যানেল পরিচিতি অনুষ্ঠানো জানানো হয়, স্বাচিপ সমর্থিত প্যানেলের সভাপতি প্রার্থী অধ্যাপক ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন একজন মুক্তিযোদ্ধা। দেশের স্বাধীনতা ও রাজনীতির অনেক ঐতিহাসিক ঘটনায় তাঁর নাম জড়িয়ে আছে। তাঁর রাজনৈতিক ও কর্মময় জীবন বেশ বর্ণাঢ্য। তিনি একজন সাবেক সংসদ সদস্য। বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন, কার্যকরী পরিষদের তিনবার মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ, কার্যকরী পরিষদের প্রতিষ্ঠাতা মহাসচিব। গণবিরোধী স্বাস্থ্যনীতি বাতিল আন্দোলন ও নব্বইয়ের গণঅভ্যুত্থানের অন্যতম রূপকার নোবেল বিজয়ী সংগঠন আইপিপিএনডব্লিউ’র সম্মেলনসহ চিকিৎসকদের বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে অসংখ্যবার যোগদান করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। জীবনের দীর্ঘ পথপরিক্রমায় মাথার মুকুটে তার যুক্ত হয়েছে একের পর এক সাফল্যের অসংখ্য পালক। চিকিৎসা পেশার মর্যাদা সমুন্নত রাখতে এবং চিকিৎসকদের প্রতিষ্ঠার সংগ্রামে আপোসহীন ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিনের নেতৃত্ব আজ সময়ের পরীক্ষায় উত্তীর্ণ। মহাসচিব প্রার্থী ডাঃ মোঃ ইহতেশামুল হক চৌধুরীর পরিচয় দিতে গিয়ে প্যানেল পরিচিতি অনুষ্ঠানে জানানো হয়, ডাঃ মোঃ ইহতেশামুল হক চৌধুরী বর্তমানে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে কর্মরত আছেন। তিনি বর্তমানে একাধারে বিএমএ ও স্বাচিপের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিএমএ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, বিএমএ সিলেট শাখার সাবেক সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক, স্বাচিপ সিলেট শাখার সভাপতি ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সিলেট জেলার পেশাজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক ছিলেন। তিনি বিএমএ’র প্রতিনিধি হিসেবে রাশিয়া, দক্ষিণ আফ্রিকা ও তাইওয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড মেডিক্যাল এ্যাসোসিয়েশনের সম্মেলনে এবং নোবেল পুরস্কার বিজয়ী সংগঠন আইপিপিএনডব্লিউ’র সম্মেলনসহ বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে যোগদান করেছেন। প্যানেল পরিচিতি অনুষ্ঠানে আরও জানানো হয়েছে, ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন-ডাঃ মোঃ ইহতেশামুল হক চৌধুরী পরিষদে সহসভাপতি পদের প্রার্থীরা হলেন ডাঃ কনক কান্তি বড়–য়া (ঢাকা মহানগর), ডাঃ জামাল উদ্দিন খলিফা (ঢাকা বিভাগ), ডাঃ মোঃ কামরুল হাসান সেলিম (বরিশাল বিভাগ), ডাঃ শেখ মোঃ শফিউল আজম (চট্টগাম বিভাগ), ডাঃ শেখ বাহারুল আলম (খুলনা বিভাগ), ডাঃ মোঃ মোস্তফা আলম (রাজশাহী বিভাগ), ডাঃ মোঃ দেলোয়ার হোসেন (রংপুর বিভাগ), ডাঃ মোঃ মুরশেদ আহমেদ চৌধুরী (সিলেট বিভাগ) ও ডাঃ আ ন ম ফজলুল হক পাঠান (ময়মনসিংহ বিভাগ)। আর সাংগঠনিক পদে আছেন ডাঃ মোঃ তারিক মেহেদী পারভেজ। বামপন্থী প্যানেল ॥ বিএনপি ও জামায়াত সমর্থিত চিকিৎসকদের নির্বাচন বর্জনের ডাকের মধ্যে বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশনের (বিএমএ) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে প্রগতিশীল চিকিৎসকদের জোট ‘ডক্টরস ফর হেলথ এ্যান্ড এনভায়রনমেন্ট’। বামসমর্থিত এ প্যানেল থেকে ডাঃ এস এম ফজলুর রহমান সভাপতি পদে এবং ডাঃ শাকিল আখতার সাধারণ সম্পাদক পদে লড়বেন। ঢাকা নগরে ডাঃ শামসুদ্দিন আহমেদ, বরিশাল বিভাগে অধ্যাপক ডাঃ নিত্যানন্দ শীল, চট্টগ্রাম বিভাগে ডাঃ তরুণ তপন বড়ুয়া ও খুলনা বিভাগে ডাঃ এস এম ফরিদুজ্জামান এই প্যানেল থেকে সহসভাপতি পদের প্রার্থী হয়েছেন। এছাড়া কোষাধ্যক্ষ পদে ডাঃ আফসানা করিম, যুগ্ম মহাসচিব পদে ডাঃ কাজী রকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে ডাঃ দেলোয়ার হোসেন, দফতর সম্পাদক পদে ডাঃ খুরশীদ মালিক হোসেন তৌহিদ, প্রচার ও জনসংযোগ সম্পাদক পদে ডাঃ একেএম কামরুজ্জামান, সমাজকল্যাণ সম্পাদক পদে ডাঃ রীতা রানী সাহা, সাংস্কৃতিক ও আপ্যায়ন সম্পাদক পদে ডাঃ দেবাশীষ গাঙ্গুলীকে প্রার্থী করা হয়েছে।
×