ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দেশের বাজারে ব্যাকলাইট যুক্ত ‘স্পেকট্রাকিউ-টিভি’

প্রকাশিত: ০৫:২০, ২১ ডিসেম্বর ২০১৬

দেশের বাজারে ব্যাকলাইট যুক্ত ‘স্পেকট্রাকিউ-টিভি’

টেলিভিশন প্রযুক্তিতে এক নতুন দিগন্তের সূচনা করতে যাচ্ছে দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। উচ্চ প্রযুক্তি সম্পন্ন টেলিভিশন খাতের ইলেকট্রনিক্স, অপ্টিক্যাল এবং মেকানিক্যাল ডিজাইনিংসহ সকল ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে চলেছে দেশীয় প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় ওয়ালটন এবার উদ্ভাবন করেছে আগামী প্রজন্মের কোয়ান্টাম ডট (কিউডি) প্লাস প্রযুক্তির ব্যাকলাইট যুক্ত ‘স্পেকট্রাকিউ-টিভি’। এর কালার প্রদর্শনের সক্ষমতা ৯৯ থেকে ১০০ শতাংশ পর্যন্ত। যা দর্শকদের নিয়ে যাবে বাস্তব রঙের দুনিয়ায়। দেখা যাবে ঝকঝকে বিশুদ্ধ রঙের ছবি। নতুন এই উদ্ভাবনী প্রযুক্তির পরিচিতি উপলক্ষে সম্প্রতি রাজধানীর মতিঝিলে ওয়ালটনের মিডিয়া অফিসে ‘ইনোভেটিভ টেকনোলজি ইনট্রোডিউসিং পোগ্রাম’ এর অনুষ্ঠানের আয়োজন করা হয়। -অর্থনৈতিক রিপোর্টার বুকিংকৃত হ্যান্ডসেট হস্তান্তর করেছে হুয়াওয়ে বাংলাদেশে উদ্বোধন করা হুয়াওয়ের বহুল প্রতীক্ষিত জিআর৫ ২০১৭, ডিসেম্বর ১ থেকে ১৫ তারিখ পর্যন্ত যে যেসব গ্রাহক ডিভাসটি কিনতে অগ্রিম বুকিং দিয়েছিল, হুয়াওয়ে রাজধানীর বসুন্ধরা সিটি মলে সেসব গ্রাহকদের হাতে সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হ্যান্ডসেট হস্তান্তর করেছে। এ প্রসঙ্গে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের ডিভাইস বিজনেসের ডিরেক্টর ইংমার ওয়্যাং বলেন, বাজেটের মধ্যে প্রযুক্তিপ্রেমী গ্রাহকরা একটি ডিভাইসে যা চায়, তার সবটাই রয়েছে এ ফোনটিতে। আমরা হুয়াওয়েতে সবসময় নতুন ক্যামেরা প্রযুক্তি নিয়ে আসতে এবং ফোন ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীদের অভূতপূর্ব অভিজ্ঞতা নিশ্চিত করার ব্যাপারে সর্বদা জোর দেই। এবার প্রথমবারের মতো বাংলাদেশের বাজারে সাশ্রয়ী বাজেটের মধ্যে হুয়াওয়ে জিআর৫ ২০১৭ স্মার্টফোনটিতে আমরা অত্যাধুনিক ডুয়াল ক্যামেরা নিয়ে এসেছি। -বিজ্ঞপ্তি
×