ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিকাশে পেমেন্ট করা যাবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ফি

প্রকাশিত: ০৫:২০, ২১ ডিসেম্বর ২০১৬

বিকাশে পেমেন্ট করা যাবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ফি

বিকাশ গ্রাহকরা এখন থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি, ভর্তি ফি, পরীক্ষা ফিসহ অন্যান্য ফি বিকাশ দিয়ে পেমেন্ট করতে পারবেন। সম্প্রতি বিকাশ ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাঝে এ সংক্রান্ত চুক্তি সই হয়েছে। কামাল কাদীর, চীফ এক্সিকিউটিভ অফিসার, বিকাশ এবং ড. এমএ মান্নান, উপচার্য, উন্মুক্ত বিশ্বদ্যালয় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র বিনিময় করেন। বিকাশ ব্যবহারকারীকে প্রথম *২৪৭# এ ডায়াল করে বিকাশ মেন্যুতে গিয়ে ‘৩’ নির্বাচিত করে ‘পেমেন্ট’ পছন্দ করতে হবে। -বিজ্ঞপ্তি মহাব্যবস্থাপক পদে পদোন্নতি বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মোঃ শোয়েব আলী সম্প্রতি মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন। এর আগে তিনি ব্যাংক পরিদর্শন বিভাগে দায়িত্বরত ছিলেন। শোয়েব আলী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং ১৯৮৪ সালে ইউএসএর ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করেন। এরপর বাংলাদেশ ব্যাংকে কর্মজীবন শুরু করেন। পেশাগত দায়িত্ব পালনকালে দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ ও সেমিনারে অংশগ্রহণ করেন তিনি। ঈশ্বরদী বণিক সমিতির নির্বাচন সম্পন্ন তৌহিদ আক্তার পান্না, ঈশ্বরদী ॥ ব্যবসায়ীদের শীর্ষ প্রতিষ্ঠান ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন শনিবার সম্পন্ন হয়েছে। গভীর রাতে নির্বাচনের ফল ঘোষণা করা হয়। নির্বাচিতরা হলেন- সাধারণ গ্রুপে- কেএম আবুল বাশার (৫৮৮), আনোয়ার হোসেন জনি (৫৬১), আব্দুল আউয়াল পলাশ (৫৫৭), জাহাঙ্গীর আলম মুকুল (৫৪৬), সিরাজুল ইসলাম কোহিনুর (৫৩৭), আব্দুল আজিজ (৫৩৫), সাঈফ হাসান সেলিম (৪৮৮) ও নুর হোসেন নুরু (৪৬১)।
×