ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অকারণে দর বাড়ছে সিএমসি কামালের

প্রকাশিত: ০৫:১৮, ২১ ডিসেম্বর ২০১৬

অকারণে দর বাড়ছে সিএমসি কামালের

বস্ত্র খাতের কোম্পানি সিএমসি কামাল টেক্সটাইল মিলসের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)। ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই ১৯ ডিসেম্বর নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোন রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে। বিশ্লেষণে দেখা যায়, গত ৩০ নবেম্বর থেকে সিএমসি কামালের শেয়ার দর টানা বেড়ে চলেছে। আলোচিত সময়ে শেয়ারটির দর ১৫ টাকা ৯০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ২১ টাকা ৪০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে। আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। -অর্থনৈতিক রিপোর্টার অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড অনুসরণ করেনি বিডি অটোকারস প্রকৌশল খাতের কোম্পানি বিডি অটোকার্স সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদনে বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড (ব্যাস) অনুসরণ করেনি। কোম্পানির আর্থিক প্রতিবেদন মূল্যায়নের ভিত্তিতে এ তথ্য জানা গেছে। ডিএসই সূত্র জানায়, কোম্পানির আর্থিক প্রতিবেদনে প্রারম্ভিক ব্যয়, বিলম্বিত রাজস্ব ব্যয়, অবণ্টিত ব্যয় ও অন্যান্য ব্যয় একসঙ্গে করে মোট ব্যালান্স ৪৪ লাখ ২২ হাজার ৬৪ টাকা দেখানো হয়েছে। কিন্তু ব্যাসের নিয়মানুয়ায়ী এই খরচ আলাদা করে দেখাতে হবে। কোম্পানির পরিচালনা পর্ষদ আসন্ন বার্ষিক সাধারণ সভায় (এজিএম) উপরে উল্লিখিত ব্যালান্স শেয়ারহোল্ডারদের সম্মতির সিদ্ধান্ত নিয়েছে। মূল্যায়ন প্রতিবেদন অনুযায়ী, কোম্পানির আর্থিক প্রতিবেদনে বিলম্বিত ট্যাক্স স্বীকার করা হয়নি। -অর্থনৈতিক রিপোর্টার
×