ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

১০ কোম্পানিতে আইসিবির বিনিয়োগ ৩ হাজার কোটি টাকা

প্রকাশিত: ০৫:১৭, ২১ ডিসেম্বর ২০১৬

১০ কোম্পানিতে আইসিবির বিনিয়োগ ৩ হাজার কোটি টাকা

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রায় সব কোম্পানিতেই বিনিয়োগ রয়েছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি)। এর মধ্যে ১০ কোম্পানিতে আইসিবির বিনিয়োগ রয়েছে প্রায় ৩ হাজার কোটি টাকা। আইসিবি সূত্রে এই তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হলো : টেলিযোগাযোগ খাতের গ্রামীণফোন, ওষুধ ও রসায়ন খাতের স্কয়ার ফার্মা, গ্ল্যাক্সো ওয়েলকাম (বিডি), বিবিধ খাতের বেক্সিমকো লিমিটেড, জ্বালানি ও বিদ্যুত খাতের তিতাস গ্যাস, সামিট পাওয়ার, যমুনা অয়েল, পাওয়ার গ্রিড লিমিটেড, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিএটিবিস) এবং প্রকৌশল খাতের কোম্পানি বিএসআরএম স্টিল লিমিটেড। এ সকল কোম্পানির মোট ১৮ কোটি ৫৭ লাখ ১ হাজার ২০৮টি শেয়ারে আইসিবির বিনিয়োগের পরিমাণ রয়েছে ২ হাজার ৯০৮ কোটি ৯৮ লাখ ৯৮ হাজার ৮৪৬ টাকা। উল্লিখিত, কোম্পানিরগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিনিয়োগ রয়েছে গ্রামীণফোন লিমিটেডে। এ কোম্পানির ১ কোটি ৪২ লাখ ২১ হাজার ৫৯২টি শেয়ার ২৪২.৮৪ টাকা দরে কিনেছে আইসিবি। যার কস্টিং মূল্য দাঁড়িয়েছে ৩৪৫ কোটি ৩৫ লাখ ৯৪ হাজার ৬৩৪ টাকা। এছাড়া ওষুধ ও রসায়ন খাতের স্কয়ার ফার্মাসিটিক্যালের ১ কোটি ২৩ লাখ ৬৭ হাজার ৫৩৭টি শেয়ার ১৯১.৩৬ টাকা দরে বিনিয়োগ রয়েছে ২৩৬ কোটি ৬৬ লাখ ৩২ হাজার ৪৯৫ টাকা। গ্ল্যাক্সো ওয়েলকাম (বিডি) লিমিটেডে ১০ লাখ ৪৪ হাজার ৬৪০টি শেয়ার ১৩৫৫.১৬ টাকা দরে বিনিয়োগ রয়েছে ১৪১ কোটি ৫৬ লাখ ৫৪ হাজার ৯৯ টাকা। বিবিধ খাতের কোম্পানি বেক্সিমকো লিমিটেডের ৩ কোটি ১৫ লাখ ৯২ হাজার ৭২৩টি শেয়ার ৫৭.৬৬ টাকা দরে বিনিয়োগ রয়েছে ১৮২ কোটি ১৭ লাখ ৭৭ হাজার ৫৫১ টাকা। তিতাস গ্যাসের ৩ কোটি ২৪ লাখ ৩১ হাজার ২৩৫টি শেয়ার ৭৩.১০ টাকা দরে বিনিয়োগ রয়েছে ২৩৭ কোটি ৬ লাখ ৯১ হাজার ২০০ টাকা। সামিট পাওয়ার লিমিটেডের ৩ কোটি ২৩ লাখ ১২ হাজার ৬১২টি শেয়ার ৩৮.৫১ টাকা দরে বিনিয়োগ রয়েছে ১২৪ কোটি ৪৫ লাখ ১৫ হাজার ২৬০ টাকা। পাওয়ার গ্রিডের ২ কোটি ৯৯ লাখ ৪৬ হাজার ৫৫৪টি শেয়ার ৬০.৬১ টাকা দরে বিনিয়োগ রয়েছে ১৮১ কোটি ৫১ লাখ ৪৮ হাজার ১৩৫ টাকা। যমুনা অয়েলের ৯৮ লাখ ৬ হাজার ৬৭২টি শেয়ার ১৮৬.০৮ টাকা দরে বিনিয়োগ রয়েছে ১৮২ কোটি ৪৮ লাখ ৭৯ হাজার ৮১৪ টাকা। বিএটিবিসির ১০ লাখ ২৯ হাজার ৪৮টি শেয়ার ১০৬৭.৪৪ টাকা দরে বিনিয়োগ রয়েছে ১০৯ কোটি ৮৪ লাখ ৪৩ হাজার ১৮৬ টাকা। সর্বশেষ বিএসআরএম স্টিলের ২ কোটি ৯ লাখ ৪৮ হাজার ৫৯৫টি শেয়ার ৮৫.৫৭ টাকা দরে বিনিয়োগ রয়েছে ১৭৯ কোটি ২৫ লাখ ৭২ হাজার ৪৭২ টাকা।
×