ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুুঁজিবাজারে মূল্য সংশোধন

প্রকাশিত: ০৫:১৭, ২১ ডিসেম্বর ২০১৬

পুুঁজিবাজারে মূল্য সংশোধন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সূচকের সঙ্গে ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। বাজার সংশ্লিষ্টদের মতে, কিছুদিন ধরে অব্যাহতভাবে দর বাড়তে থাকা কোম্পানিগুলোর দর বাড়তে থাকায় মঙ্গলবার সকাল থেকেই শেয়ার বিক্রির চাপ বেড়ে যায়। ফলে সকালের সূচকের উর্ধমুখী প্রবণতা আর থাকেনি। দিনশেষে উভয় বাজারেই বিনিয়োগকারীদের মুনাফা তোলার চাপ বাড়ে। সেই স্েঙ্গ নতুন শেয়ার কেনার আদেশও কমতে থাকে। ফলে সার্বিকভাবে দিনটিতে বিনিয়োগকারীদের অংশগ্রহণ কমতে থাকে। বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৯৩২ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১৮৭ কোটি ৫২ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে এক হাজার ১২০ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ১৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৯৩১ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ০৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৬৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৯৭ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বেক্সিমকো, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, স্কয়ার ফার্মা, অলিম্পিক এক্সেসরিজ, ইফাদ অটোস, কেয়া কসমেটিকস, সামিট পোর্ট, লাফার্জ সুরমা সিমেন্ট, এ্যাপোলো ইস্পাত ও সিএমসি কামাল। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : এমারেল্ড ওয়েল, ডেফোডিল কম্পিউটার, গোল্ডেন সন, ইস্টার্ন লুুব্রিক্যান্টস, দেশ গার্মেন্টস, কেয়া কসমেটিকস, হামিদ ফেব্রিক্স, বেক্সিমকো, ইনটেক ও মিথুন নিটিং। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : প্রগতি লাইফ, এইচ আর টেক্সটাইল, শ্যামপুর সুগার, পদ্মা ওয়েল, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, নাভানা সিএনজি, মিরাকল ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন হাউজিং, বিজিআইসি, সামিট পোর্ট এলায়েন্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৬২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ১৭৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ডেল্ট্রা ব্র্যাক হাউজি, বিএসআরএম লিমিটেড, বেক্সিমকো, অলিম্পিক এক্সেসরিজ, কেয়া কসমেটিকস, সামিট পোর্ট এলায়েন্স, এমারেল্ড ওয়েল, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, বিডি থাই ও লাফার্জ সুরমা সিমেন্ট।
×