ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কাঁদলেন ক্লিনটন

প্রকাশিত: ০৫:১৬, ২১ ডিসেম্বর ২০১৬

কাঁদলেন ক্লিনটন

নিউইয়র্ক অঙ্গরাজ্যের আলবেনিতে ইলেক্টোরাল কলেজের ভোট দিতে গিয়ে কাঁদলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। স্ত্রী ও মার্কিন নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের পক্ষে তার ভোট দেয়ার পর তিনি বলেন, এটি এক স্মৃতিময় অভিজ্ঞতা হয়ে থাকবে। খবর সিবিএস নিউজের। কান্নাজড়িত কণ্ঠে ক্লিনটন বলেন, এর আগে ভোট দিয়ে কখনই এতটা গর্বিত বোধ করিনি। তিনি নিউইয়র্কের ইলেক্টোরাল কলেজের একজন সদস্য। সাংবাদিকদের সামনে কঠোর পরিশ্রমী হিলারির জন্য আবারও প্রশংসায় পঞ্চমুখ হন তিনি। সাবেক প্রেসিডেন্ট বলেন, আপনারা জানেন গত দুটি বছর আমি তাকে দেখেছি, ই-মেইল ইস্যুর বিরুদ্ধে কেমন লড়াইটা তাকে করে যেতে হয়েছে। পুরো প্রক্রিয়ার বিরুদ্ধে তাকে যুদ্ধ করতে হয়েছে। আর নির্বাচনী প্রচার যুদ্ধটা ছিল ভীষণ কঠিন। রাশিয়া আর এফবিআই’র বিষয়গুলো ছিল সত্যিই কঠিন আঘাত। জাতিসংঘ প্রস্তাব স্বাগত জানাল আরব লীগ আলেপ্পোতে দ্রুত জাতিসংঘ পর্যবেক্ষক মোতায়েনের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবকে আরব পররাষ্ট্রমন্ত্রীরা স্বাগত জানিয়েছেন। আরব লীগের এক বিবৃতিতে এ কথা জানানো হয়। লেবানন ছাড়া কায়রোভিত্তিক আরব লীগের ২২ সদস্যের সব প্রতিনিধি ওই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। লেবানন বলেছে তারা কোন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সমর্থন করে না। -এএফপি
×