ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আটক ডুবোড্রোন যুক্তরাষ্ট্রকে ফেরত দিল চীন

প্রকাশিত: ০৫:১৫, ২১ ডিসেম্বর ২০১৬

আটক ডুবোড্রোন যুক্তরাষ্ট্রকে ফেরত দিল চীন

দক্ষিণ চীন সাগর থেকে আটক করা যুক্তরাষ্ট্রের একটি আন্ডারওয়াটার ড্রোন ওয়াশিংটনকে ফেরত দিয়েছে চীন। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন ও চীনা কর্তৃপক্ষ মঙ্গলবার এ কথা জানিয়েছে। খবর বিবিসি ও এএফপির। যে স্থান থেকে ডুবোড্রোনটি আটক করা হয়েছিল তার কাছাকাছি সুবিক বের ৯২ কিলোমিটার উত্তর-পশ্চিমাংশে ড্রোনটি হস্তান্তর করা হয়েছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে মঙ্গলবার জানিয়েছে, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ আলোচনার পর দুপুরে সুন্দরভাবে হস্তান্তর সম্পন্ন হয়েছে। পেন্টাগনের এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ চীন সাগরে আন্তর্জাতিক আইন অনুযায়ী অনুমোদিত সীমানায় যুক্তরাষ্ট্র তার কার্যক্রম চালাবে। দক্ষিণ চীন সাগর থেকে বৃহস্পতিবার মার্কিন ড্রোনটি আটক করে চীন। এ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পেন্টাগন তখন জানায়, তারা মানুষবিহীন দূরনিয়ন্ত্রিত ডুবুরিযানটি বৈজ্ঞানিক গবেষণাকাজে ব্যবহার করছিল। ড্রোনটি ফিরিয়ে দিতে চীনের প্রতি আহ্বান জানায় যুক্তরাষ্ট্র। ড্রোন আটক করা নিয়ে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সম্পর্কে একাধিক তীর্যক মন্তব্য করেন। তিনি ড্রোনটি ফেরত না নিয়ে চীনকে দিয়ে দেয়া উচিত বলে মন্তব্য করেন। সুইজারল্যান্ডে মসজিদে বন্দুকধারীর হামলা সুইজারল্যান্ডের জুরিখে মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর এক বন্দুকধারীর গুলি বর্ষণে তিনজন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় ওই বন্দুকধারী মসজিদটিতে হামলা চালায় বলে জানিয়েছে সুইস পুলিশ। খবর ইয়াহু নিউজের। পুলিশ বলেছে, মসজিদটির ভেতরে থেকে হামলার নমুনা সংগ্রহ করা হচ্ছে তবে হামলার সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করতে রাজি হননি তারা।
×