ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কুর্দী নারী যোদ্ধার মাথার দাম ১০ লাখ ডলার ঘোষণা আইএসের

প্রকাশিত: ০৫:১৫, ২১ ডিসেম্বর ২০১৬

কুর্দী নারী যোদ্ধার মাথার দাম ১০ লাখ ডলার ঘোষণা আইএসের

ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াই করা এক কুর্দী-ডেনিশ নারীকে হত্যার প্রস্তাব দিয়ে পুরস্কার হিসেবে ১০ লাখ ডলার দেয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি। জোয়ান্না পালানি নামের ওই নারী ২০১৪ সালে বিশ্ববিদ্যালয়ের পড়াশুনা ছেড়ে আইএসবিরোধী লড়াইয়ে যোগ দিয়েছিলেন। কিন্তু বর্তমানে ২৩ বছর বয়সী পালানি কারাগারে আছেন। খবর ইন্ডিপেনডেন্টের। আইন লঙ্ঘনের অভিযোগে কোপেনহেগেনে পালানির বিচার হচ্ছে। তার অপরাধ, ২০১৫ সালের জুনে আরোপ করা ১২ মাসের ভ্রমণ নিষেধাজ্ঞা না মেনে দেশ ছেড়েছিলেন তিনি। ডেনমার্ক থেকে মধ্যপ্রাচ্যে গিয়ে আইএসে যোগ দেয়ার প্রবণতা রোধ করতে আইনটি জারি করা হয়েছিল। রবিবার থেকে শুরু হওয়া এ বিচারে দোষী সাব্যস্ত হলে পালানির সর্বোচ্চ দুই বছরের সাজা হতে পারে। ডেনমার্কে ফিরে যাওয়ার পর থেকেই পালানিকে অনলাইনে ও অন্যান্য মাধ্যমে বিদ্বেষপূর্ণ বার্তা দিয়ে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। সর্বশেষ তাকে হত্যার জন্য পুরস্কার ঘোষণা করে আইএস। কয়েকটি ভাষায় পরিচালিত আইএসের সামাজিক গণমাধ্যম চ্যানেলগুলোতে রবিবার পালানিকে হত্যার জন্য পুরস্কারের ঘোষণাটি আসে। গত বছর ডেনিশ কর্তৃপক্ষ পালানির পাসপোর্ট জব্দ করার কিছুক্ষণ পর ফেসবুক পোস্টে পালানি বলেছিলেন, ডেনমার্ক প্রশিক্ষণ দেয় এবং সমর্থন করে, আইএসের বিরুদ্ধে লড়াই করা এমন একটি সরকারী বাহিনীর সৈন্য হওয়ার মাধ্যমে আমি কীভাবে ডেনমার্ক ও অন্যান্য দেশের জন্য হুমকি হয়ে গেলাম। ইরানি কুর্দী বংশোদ্ভূত পালানির জন্ম প্রথম উপসাগরীয় যুদ্ধের সময় ইরাকের রামাদি শরণার্থী শিবিরে। পরে রাজনৈতিক আশ্রয় পেয়ে তার পরিবার ডেনমার্কে চলে যায়। সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দী পিপলস প্রটেকশন ইউনিটের (ওয়াইপিজি) হয়ে এবং উত্তর ইরাকে পেশমার্গ বাহিনীর হয়ে আইএসের বিরুদ্ধে লড়াই করেছে পালানি।
×