ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শেষ পর্যন্ত উদ্ধার হলো আলেপ্পোর সেই মেয়েটি

প্রকাশিত: ০৫:১৫, ২১ ডিসেম্বর ২০১৬

শেষ পর্যন্ত উদ্ধার হলো আলেপ্পোর সেই মেয়েটি

সিরিয়ার অবরুদ্ধ নগরী আলেপ্পো থেকে মর্মস্পশী টুইট করে গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণকারী সাত বছরের সিরীয় শিশু বানা আলআবেদ শেষ পর্যন্ত ভয়াবহ ওই এলাকা থেকে বেরিয়ে আসতে পেরেছে। বিদ্রোহী অধিকৃত পূর্ব আলেপ্পো সরকারী বাহিনীর নিয়ন্ত্রণে আসার পর মানবিক সঙ্কট দেখা দেয় আলেপ্পোয়। গত সপ্তাহে বানা ও তার মা ফাতেমা তাদের নগরী ছেড়ে বেরিয়ে আসতে সহায়তা করার জন্য টুইটের মাধ্যমে মার্কিন ফার্স্টলেডি মিশেল ওবামার কাছে আর্জি জানিয়েছেন ছিলেন। -ওয়ার্ল্ড পোস্ট @অষধনবফইধহধ নামে ফাতেমা’র যে টুইট এ্যাকাউন্ট রয়েছে বানা তাতে এতদিন নিয়মিত আলেপ্পোর ধ্বংসযজ্ঞের ছবি ও ভিডিও আপডেট দিয়ে আসছিল। সেপ্টেম্বরে এটি ব্যবহার শুরুর পর এ পর্যন্ত তাদের ফলোয়ারের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৩১ হাজারের মতো। বিদেশী বাহিনী ও শিয়া মিলিশিয়াদের সহায়তায় শাসক বাশার আল আসাদের অনুগত বাহিনী গত সপ্তাহে পূর্ব আলেপ্পোর বেশিরভাগ অংশ দখল করে নেয়। এই জয় ছয় বছরের গৃহযুদ্ধে আসাদ বাহিনীর জন্য সবচেয়ে উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচনা করা হচ্ছে। এক মাসের বেশি সময় ধরে চলা সামরিক অভিযানে বিদ্রোহীরা বলতে গেলে কোন প্রতিরোধই গড়ে তুলতে পারেনি। এ অভিযানে আসাদ বাহিনী ও তার বিদেশী সহায়ক শক্তিগুলো নির্বিচারে আবাসিক এলাকার ওপর বোমাবর্ষণ করে পুরো শহরকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। আলেপ্পোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আলরাশিদিন এলাকায় বিদ্রোহী সমর্থক কাসিউন সংবাদ সংস্থাকে বানা ইংরেজীতে বলে, ‘আমার খুব খারাপ লাগছে, কারণ আমাকে নিজের দেশ ছেড়ে আসতে হয়েছে। আমার মন সেখানে পড়ে আছে ... সেখানে থাকা আমাদের পক্ষে সম্ভব ছিল না। কারণ সারাক্ষণ ওপর থেকে বোমা ফেলা হচ্ছিল। খাবার পানি নাই, নাই কোন ওষুধপত্র।’ কয়েকদিন বিলম্বের পর সোমবার অবরুদ্ধ পূর্ব আলেপ্পো ও নিকটবর্তী ইদলিব প্রদেশের দুটো গ্রাম থেকে বেসামরিক লোকজনকে সরিয়ে নেয়ার কাজ আবার শুরু হয়েছে। এর আগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যুদ্ধে আটকা পড়া লোকজনকে বের করা আনা ও সেখানে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাস করে। রাশিয়া এই যুদ্ধে সরাসরি অংশ নিলেও যেমনটা ধারণা করা হয়েছিল নিরাপত্তা পরিষদের প্রস্তাবে ভেটো দেয়নি। সোমবার সেখান থেকে অন্তত সাড়ে চার হাজার লোককে বের করে নিয়ে আসা হয়।
×