ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আঙ্কারায় রুশ রাষ্ট্রদূতকে হত্যার পর পুতিনের মন্তব্য

তুরস্কের সঙ্গে রাশিয়ার সম্পর্ক নষ্ট করতেই এ হত্যাকাণ্ড

প্রকাশিত: ০৫:১৩, ২১ ডিসেম্বর ২০১৬

তুরস্কের সঙ্গে রাশিয়ার সম্পর্ক নষ্ট করতেই এ হত্যাকাণ্ড

তুরস্কের সঙ্গে রাশিয়ার সম্পর্কের অবনতি ঘটাতেই আঙ্কারায় রুশ রাষ্ট্রদূত আন্দ্রে কার্লোভকে হত্যা করা হয়েছে বলে মনে করেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। সোমবার রাতে সংঘটিত ওই হত্যাকা-ের বিষয়ে মন্তব্য করতে গিয়ে পুতিন এ কথা বলেন। তিনি আরও বলেন, তুরস্ক ও ইরানের সঙ্গে মিলে রাশিয়া সিরিয়া সঙ্কট সমাধানের যে চেষ্টা করছে সেটি ব্যাহত করাও এ হত্যাকা-ের একটি উদ্দেশ্য হয়ে থাকতে পারে। খবর এএফপির। আঙ্কারার একটি আর্ট গ্যালারিতে অতর্কিত হামলায় রাষ্ট্রদূত কার্লোভ মারা যান। এতে আহত হয়েছেন আরও তিনজন। পরে হামলাকারীও পুলিশের গুলিতে মারা যান। প্রাথমিকভাবে জানা গেছে, হামলাকারী পুলিশেরই এক সদস্য। তবে ঘটনার সময় তিনি ডিউটিতে ছিলেন না। কার্লোভকে খুব কাছে থেকে গুলি করা হয়। তাকে দ্রুত হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় একে সন্ত্রাসী কাজ বলে আখ্যায়িত করে। হামলার পরপরই ক্রেমলিনে জরুরী বৈঠকে বসেন পুতিন। তিনি এ হামলার ফৌজদারি মামলা হিসেবে আঙ্কারায় তুরস্কের তদন্ত কর্মকর্তাদের সঙ্গে কাজ করার জন্য শীঘ্রই রুশ কর্মকর্তাদের পাঠাবেন বলে জানান। এছাড়া তিনি তুরস্কের কূটনৈতিক স্থাপনাগুলোর নিরাপত্তা বৃদ্ধিসহ বিশ্বজুড়ে রুশ দুতাবাসগুলোরও নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন। রাশিয়া এ হামলার কঠিন জবাব দেবে বলে দৃঢ়তার সঙ্গে পুতিন বলেন। তিনি আরও বলেন, রুশ-তুর্কী সম্পর্কের অবনতি ঘটানো এবং তুরস্ক, ইরান ও রাশিয়ার চলমান সিরিয়া শান্তি প্রক্রিয়া নস্যাত করতে বিনা উস্কানিতে এই হত্যাকা- ঘটানো হয়েছে। এর একটি মাত্র জবাব আছে তা হলো সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই জোরদার করা। পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ, রুশ বৈদেশিক গোয়েন্দা সংস্থা এসভিআরের প্রধান সের্গেই নারিশকিন এবং অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এফএসবির প্রধান আলেক্সান্ডার বোর্টনিকভ বৈঠকে উপস্থিত ছিলেন। সংবাদ মাধ্যমগুলো বলছে, হামলার সময় হামলাকারী বারবার বলছিলেন, আলেপ্পোকে ভুলে যেয়ো না, সিরিয়াকে ভুলে যেয়ো না। জানা গেছে, কার্লোভকে হত্যাকারীর নাম মেভলুত মেরত আলেন্তিস। ঘটনার পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন। এরদোগানও একে রুশ প্রেসিডেন্টের মতো বিনা উস্কানিতে হত্যাকা- বলে অভিহিত করেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘটনার নিন্দা জানিয়েছেন। রাশিয়া ও তুরস্ক কোন রকম উত্তেজনা না ছড়িয়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছে। উল্লেখ্য, নিহত রাষ্ট্রদূত কার্লোভকে পুতিন ব্যক্তিগতভাবে চিনতেন। ২০১৩ সাল থেকে কার্লোভ তুরস্কে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসছিলেন। ধারণা করা হচ্ছে, সিরিয়ায় রুশ সামরিক অভিযানের প্রতিবাদ জানাতে গিয়ে ওই পুলিশ রাষ্ট্রদূতকে হত্যা করেছেন। কোন কোন রুশ রাজনীতিক পরিস্থিতি জটিল করে তোলার জন্য পশ্চিমা দেশগুলোকে দায়ী করেছেন। ঘটনাক্রমে পুতিন সোমবার রাতে মস্কোর একটি থিয়েটারে আলেক্সান্ডার গ্রিবোয়েদভ রচিত একটি নাটক দেখার কথা ভাবছিলেন। গ্রিবোয়দভ ইরানে রাশিয়ার রাষ্ট্রদূত ছিলেন। ১৮২৯ সালে তিনিও হত্যাকা-ের শিকার হয়েছিলেন।
×