ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘নীরব ভোট বিপ্লব’ ঘটানোর আহ্বান খালেদা জিয়ার

প্রকাশিত: ০৯:০১, ২০ ডিসেম্বর ২০১৬

‘নীরব ভোট বিপ্লব’ ঘটানোর আহ্বান খালেদা জিয়ার

স্টাফ রিপোর্টার ॥ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটাররা বিএনপির প্রতীক ধানের শীষে ‘নীরব ভোট বিপ্লব’ ঘটানোর জন্য আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। ভোটারদের ভোটকেন্দ্র গিয়ে নির্ভয়ে ভোট দিতে এবং অন্যকেও ভোট কেন্দ্রে যেতে উৎসাহিত করতে সবার প্রতি অনুরোধ জানান তিনি। একইসঙ্গে খালেদা জিয়া সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখতে নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী, ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সরকারের প্রতি আহ্বান জানান ও ভোটের দিন সবাইকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন। আগামী বৃহস্পতিবার ভোট গ্রহণকে সামনে রেখে সোমবার মধ্যরাত থেকে নির্বাচনী প্রচারে বহিরাগতদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ অবস্থায় বিএনপি চেয়ারপার্সনের প্রেস সচিব মারুফ কামাল খান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি চেয়ারপার্সন বলেন, ‘বিএনপি ও ধানের শীষের পক্ষে নারায়ণগঞ্জে ইতোমধ্যে যে জনজোয়ার সৃষ্টি হয়েছে, তা জেনে আমি আনন্দিত। আমার আবেদন ভোটের বাক্সে এই সমর্থনের প্রতিফলন ঘটান। সারাদেশের মতো নারায়ণগঞ্জের অধিবাসী ও বিরোধী দলের নেতা-কর্মীরা জুলুম-নির্যাতন-গুম-খুন-হামলা-মামলা-হয়রানি-দখল-দলীয়করণ-চাঁদাবাজি ও সন্ত্রাসসহ নানা ধরনের অন্যায়ের শিকার। বিবৃতিতে তিনি বলেন, আপনাদের এক-একটি ভোট হবে এসবের বিরুদ্ধে এক-একটি বলিষ্ঠ প্রতিবাদ। জনগণের উদ্দেশে তিনি বলেন, আমি আশাকরি, আপনারা নারায়ণগঞ্জে ২২ ডিসেম্বর নীরব ভোট বিপ্লব ঘটাবেন। খালেদা জিয়া বলেন, আমি নারায়ণগঞ্জের জনগণ ও বিএনপিসহ ২০ দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার এবং যে কোন উস্কানির মুখে সংযত ও শান্তি অক্ষুণœ রাখার আহ্বান জানাচ্ছি। নারায়ণগঞ্জে ভোটের প্রচারে না যাওয়ার কারণও ব্যাখ্যা করে বিএনপি নেত্রী বলেন, মামলা মোকদ্দমার হাজিরা, শারীরিক অসুস্থতা এবং অন্যান্য ব্যস্ততা ও সমস্যার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও আমার পক্ষে সশরীরে এই নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জবাসীর মাঝে উপস্থিত হওয়া সম্ভব হয়নি। ধানের শীষের পক্ষে ভোটারদের রায় চেয়ে খালেদা জিয়া বলেন, আমি আশাকরি, নারায়ণগঞ্জবাসী ধানের শীষে ভোট দিয়ে এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে মেয়র নির্বাচিত করবেন। আমি অনুরোধ জানাই, আমাদের মনোনীত কাউন্সিলর প্রার্থীদেরও একইভাবে নির্বাচিত করবেন। এছাড়া দল ও জোটের নেতা-কর্মী ও জনগণ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করতে প্রথম থেকে শেষ পর্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং নির্বাচনী ফল শেষে বিজয় নিয়ে ঘরে ফিরবেন। নারায়ণগঞ্জে ‘ভয়ভীতির পরিবেশে’ সাধারণ মানুষ ও বিরোধী প্রার্থীরা ‘আতঙ্কে’ আছেন বলেও অভিযোগ করেছেন বিএনপি নেত্রী, যদিও তার দলের নেতা গয়েশ্বর চন্দ্র রায় দুপুরে নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
×