ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আইএমএফ প্রধান লগার্দ আর্থিক গাফিলতির দায়ে দোষী প্রমাণিত

প্রকাশিত: ০৮:৩১, ২০ ডিসেম্বর ২০১৬

আইএমএফ প্রধান লগার্দ আর্থিক গাফিলতির দায়ে দোষী প্রমাণিত

জনকণ্ঠ ডেস্ক ॥ ফ্রান্সের একটি আদালতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টিন লগার্দের গাফিলতি প্রমাণিত হয়েছে। তবে সেজন্য তার কোন শাস্তি দেয়া হয়নি। ২০০৮ সালে এক ব্যবসায়ীকে ৪০ কোটি ৪০ লাখ ইউরো ক্ষতিপূরণ পাইয়ে দেয়ার ক্ষেত্রে আইএমএফ প্রধান ক্রিস্টিন লগার্দের গাফিলতির প্রমাণ পেয়েছে আদালত। ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ব্যবসায়ী বের্নার্দ তাপে একটি কোম্পানির শেয়ার বিক্রিতে ঠকে যান। ফলে সরকারের পক্ষ থেকে তাকে ৪০ কোটি ৪০ লাখ ইউরো ক্ষতিপূরণ দেয়া হয়। ফ্রান্সের অর্থমন্ত্রী হিসেবে ওই ঘটনায় লগার্দেরও ভূমিকা ছিল। তবে বরাবরই অনিয়মের অভিযোগ অস্বীকার করা লগার্দ সোমবার রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন না। কোর্ট অব জাস্টিস অব দ্য রিপাবলিকের এই রায়ের বিরুদ্ধে আপীল করার সুযোগ নেই বলে ফরাসি গণমাধ্যমের বরাত দিয়ে জানায় বিবিসি। লগার্দের রায়ের পর সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করতে সোমবার বৈঠকে বসার কথা আইএমএফ’র পর্যদ।
×