ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মেডিক্যাল ডিভাইস নিবন্ধন নীতিমালা প্রয়োগে জটিলতা নিরসনে কমিটি

প্রকাশিত: ০৮:২৪, ২০ ডিসেম্বর ২০১৬

মেডিক্যাল ডিভাইস নিবন্ধন নীতিমালা প্রয়োগে জটিলতা নিরসনে কমিটি

বিশেষ প্রতিনিধি ॥ মেডিক্যাল ডিভাইস নিবন্ধন নীতিমালা প্রয়োগে জটিলতা নিরসনের লক্ষ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠন করেছেন স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম। কমিটিকে আগামী তিনদিনের মধ্যে সুপারিশ আকারে প্রতিবেদন জমা দিতে বলেছেন মন্ত্রী। কমিটির অপর দুই সদস্য হলেন স্বাস্থ্য সচিব ও বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক। সোমবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে সভায় এ কমিটি গঠন করা হয়। এ সময় স্বাস্থ্যসেবার মান নিয়ে সরকারের আপোসহীন অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণের জীবন যার সঙ্গে জড়িত সেই স্বাস্থ্য খাতে অনিয়ম ও ভেজালের কোন সুযোগ নেই। সরকার ইতোমধ্যে বিশটি ভেজাল ও অবৈধ ওষুধ কোম্পানি বন্ধ করে দিয়েছে। অবৈধ ও মানহীন ক্লিনিক সিলগালা করা হচ্ছে। ভুয়া ডাক্তারকে আইনের হাতে সোপর্দ করা হচ্ছে। নীতিমালা না মানায় এ বছর চারটি বেসরকারী মেডিক্যাল কলেজের ভর্তি কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। এসব ক্ষেত্রে কোন অন্যায় আবদার ও চাপের কাছে নতি স্বীকার করা হয়নি। সরকারের এই অভিযান জনগণের কাছে সমাদৃত। নিয়মিত এই অভিযান চালানো হবে বলেও মন্ত্রী এ সময় জানান। সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ, ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান, বিএমএ সভাপতি অধ্যাপক ডাঃ মাহমুদ হাসান, মহাসচিব অধ্যাপক ডাঃ ইকবাল আর্সলান, স্বাচিপ মহাসচিব অধ্যাপক ডাঃ আবদুল আজিজসহ বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি, বাংলাদেশ মেডিক্যাল ইন্সট্রুমেন্ট ও হসপিটাল ইকুইপমেন্ট ডিলার্স ও ম্যানুফেকচার্স এ্যাসোসিয়েশনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রণালয়ের সভাকক্ষে চিকিৎসা সেবা আইনের খসড়া প্রণয়ন সংক্রান্ত সভায় স্বাস্থ্যমন্ত্রী সভাপতিত্ব করেন। শীঘ্রই এই খসড়া প্রণয়নের কাজ শেষ করার জন্য তিনি এ সময় সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
×