ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তুরস্কে রুশ রাষ্ট্রদূতকে গুলি করে হত্যা

প্রকাশিত: ০৭:৪৬, ২০ ডিসেম্বর ২০১৬

তুরস্কে রুশ রাষ্ট্রদূতকে গুলি করে হত্যা

জনকণ্ঠ ডেস্ক ॥ তুরস্কের রাজধানী আঙ্কারায় রুশ রাষ্ট্রদূত আন্দ্রে কার্লোভকে গুলি করে হত্যা করেছে এক বন্দুকধারী। সোমবার একটি ফটো গ্যালারি পরিদর্শনের সময় তার ওপর গুলিবর্ষণ করে ওই বন্দুকধারী। বিবিসি অনলাইনের খবরে বলা হয়, সিরিয়ায় রাশিয়ার সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে তুরস্কে বিক্ষোভের একদিন পর রাষ্ট্রদূতের ওপর এ হামলার ঘটনা ঘটল। হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে। রাশিয়ান টিভির ভাষ্য অনুযায়ী, ‘তুরস্কের চোখে রাশিয়া’ শীর্ষক একটি প্রদর্শনীতে অংশ নেন রাষ্ট্রদূত কার্লোভ। তুরস্কের গণমাধ্যম জানায়, রুশ রাষ্ট্রদূত কার্লোভ যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন এক বন্দুকধারী পেছন থেকে তার ওপর গুলিবর্ষণ করে। তিনি পিঠে গুলিবিদ্ধ হন। তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। কিন্তু পরে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় তার মৃত্যুর খবর নিশ্চিত করে।
×