ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

খন্দকার জিয়া হাসান

ল্যাঙ্গুয়েজ কর্নার

প্রকাশিত: ০৬:৩০, ২০ ডিসেম্বর ২০১৬

ল্যাঙ্গুয়েজ কর্নার

একটি দূতাবাসের ইংরেজি শিক্ষক TESL Certified English Trainer (UK) www.ziahasan.com পর্ব : ১৯৪ Email vocabular আমরা সবাই এখন ইমেইল এর সাথে পরিচিত, তবে অনেকেই হয়ত জানিনা যে ইমেইল শব্দটি ইলেক্ট্রনিক মেইল এর সংক্ষিপ্ত রূপ। ইমেইল ও ওয়েবসাইট সম্পর্কিত কিছু কমন শব্দ ও তাদের অর্থ নিয়েই আমাদের আজকের আলোচনা। ইত্যাদি ইমেইল করার বা রিসিভ করার জন্য আমাদের নিজেদের ইমেইল অ্যাড্রেস থাকতে হবে। ইমেইল অ্যাড্রেসের প্রধান দুটি অংশ হল user name (আপনার নাম বা যেকোন সংকেত) ও domain name (@gmail.com / @yahoo.com)। তবে তারও আগে আমাদের নিজেদের অ্যাকাউন্টে লগ ইন (Login) করতে হবে। এর অর্থ হল ইন্টারনেট বা যেকোন ওয়েবসাইটে প্রবেশের আগে ইউজার নেইম ও পাসওয়ার্ড দিয়ে সংযুক্ত হওয়া। কাউকে নিজের ইমেইল অ্যাড্রেস জানানোর সময় অনেকেই শব্দহীনতায় ভোগে। নিচের ছবিটিতে পরিস্কার করে কিছু চিহ্নের ব্যাবহার দেয়া হলো : ইমেইল সম্পর্কিত আরও কিছু শব্দ ও ব্যাবহার নিচে দেয়া হল : Reply : to send someone an email in response to one he or she sent; abbreviated as RE. Inbox : a file that contains emails a person has received. Forward: to send a message that was received to someone else; abbreviated as FWD. Carbon copy : a feature that allows someone to send a copy of an email to someone else; abbreviated as CC. (The main recipient will know who else the same mail has been sent to). Blind CC : a feature that allows someone to send a copy of an email to someone else; abbreviated as BCC. (The main recipient will not know who else the same mail has been sent to). Attachment : a file linked to an email such as a photo or text message. Download : to transfer information from a website to a computer. Quote on life : ÒDo not dwell in the past; do not dream of the future, concentrate the mind on the present moment.Ó ~ Buddha প্রিয় পাঠক, ভালো থাকুন, ভালো রাখুন সবাইকে! খন্দকার জিয়া হাসান একটি দূতাবাসের ইংরেজি শিক্ষক TESL Certified English Trainer (UK) www.ziahasan.com
×