ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাসায়নিক অস্ত্র কনভেনশনের জাতীয় কর্তৃপক্ষের সাধারণ সভা

প্রকাশিত: ০৬:১৭, ২০ ডিসেম্বর ২০১৬

রাসায়নিক অস্ত্র কনভেনশনের জাতীয় কর্তৃপক্ষের সাধারণ সভা

বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের ১২তম সাধারণ সভা সোমবার ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান বাংলাদেশ রাসায়নিক অস্ত্র কনভেনশন ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মোঃ মাহফুজুর রহমান। কনভেনশনের উদ্দেশ্য পূরণকল্পে তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্যের উৎপাদন/ ব্যবহার এবং তফসিলবহির্ভূত স্বতন্ত্র জৈব রাসায়নিক দ্রব্যের উৎপাদন সংক্রান্ত সামগ্রিক তথ্য উপাত্ত প্রস্তুতির প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়াও এসব রাসায়নিক দ্রব্য ব্যবহারে সম্ভাব্য ঝুঁকি এবং তা মোকাবেলার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়াদি, বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ নির্মিত এনরোলমেন্ট সফটওয়্যার, চট্টগ্রাম কাস্টম ট্রেনিং একাডেমি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রশিক্ষণ কারিকুলামে রাসায়নিক অস্ত্র কনভেনশন সম্পর্কিত মডিউলসমূহ অন্তর্ভুক্তিকরণ, প্রশিক্ষণ কারিকুলাম, রাসায়নিক কারখানাসমূহের জাতীয় কর্তৃপক্ষ কর্তৃক তালিকাভুক্তি সম্পর্কেও আলোচনা করা হয়। -আইএসপিআর বিমান বাহিনী প্রধানের সঙ্গে কুয়েত সশস্ত্র বাহিনী প্রতিনিধি দলের সাক্ষাত কুয়েত সশস্ত্র বাহিনীর মেজর জেনারেল এ ডব্লিউ এ ওমাইরির নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল সোমবার বিমান বাহিনী সদর দফতরে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরারের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন। সাক্ষাতকালে তারা পারস্পরিক কুশল বিনিময় ও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মত বিনিময় করেন। -আইএসপিআর
×