ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিজয় দিবস হকি শুরু

বড় জয়ে শুভসূচনা বিকেএসপি-নৌবাহিনীর

প্রকাশিত: ০৬:০৫, ২০ ডিসেম্বর ২০১৬

বড় জয়ে শুভসূচনা বিকেএসপি-নৌবাহিনীর

স্পোর্টস রিপোর্টার ॥ মার্সেল বিজয় দিবস হকি প্রতিযোগিতা মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সোমবার থেকে শুরু হয়েছে। উদ্বোধনী দিনের ম্যাচে বড় জয়ে শুভসূচনা করেছে বিকেএসপি এবং বাংলাদেশ নৌবাহিনী। বিকেএসপি ১১-০ গোলে হারায় চট্টগ্রামের চান্দগাঁও স্পোর্টিং ক্লাবকে। অপর ম্যাচে নৌবাহিনী ১৩-১ গোলে হারায় বাংলাদেশ পুুলিশকে। বিকেএসপির হয়ে জোড়া গোল করেন সেহানুর রহমান, রকিবুল ইসলাম এবং শফিউল ইসলাম শিশির। এছাড়া ১টি করে গোল করেন আজিজুল ইসলাম, সাারোয়ার হোসেন শাওন, রাজু আহমেদ তপু, রাজিব দাস এবং খলিলুর রহমান। নৌবাহিনীর হয়ে জোড়া গোল করেন আশরাফুল ইসলাম, কামারুজ্জামান রানা, রোমান সরকার এবং রাসেল মাহমুদ জিমি। এছাড়া ১টি করে গোল করেন মইনুল ইসলাম, তাপস বর্মণ, দ্বীন ইসলাম ইমন, ফজলে হাসান রাব্বি এবং ফরহাদ আহমেদ। পুলিশের একমাত্র গোলটি করেন কাজী জাহেদ। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন এফএম ইকবাল বিন আনোয়ার (হেড অব মার্কেটিং ওয়ালটন)। মার্সেল জাতীয় মহিলা উশু আজ থেকে শুরু স্পোর্টস রিপোর্টার ॥ আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মার্সেল জাতীয় মহিলা উশু চ্যাম্পিয়নশিপ। প্রতিযোগিতায় দুটি ইভেন্টে প্রায় দুই শতাধিক প্রতিযোগী ৫৭ পদকের জন্য লড়াই করবে। ইভেন্ট দুটি হলো থাউলু ও সানদা। প্রতিযোগিতায় দুটি ইভেন্টের ৪০টি পদকের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম এ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে। প্রতিযোগিতা উপলক্ষে সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের স্পোর্টস এ্যান্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), এজিএম মেহরাব হোসেন আসিফ, বাংলাদেশ উশু এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলমগীর শাহ ভূঁইয়া, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও সহ-সভাপতি এ্যাড. কামাল হোসেন, সহ-সভাপতি এ্যাড. তোফাজ্জেল হোসেন প্রমুখ।
×