ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অভিযোগ অস্বীকার সালাউদ্দিনের

সরকার তদন্ত করলে আমরা উত্তর দেব

প্রকাশিত: ০৬:০৫, ২০ ডিসেম্বর ২০১৬

সরকার তদন্ত করলে আমরা উত্তর দেব

স্পোর্টস রিপোর্টার ॥ ‘কদিন ধরে দেখছি, কিছু পত্রিকা ও টেলিভিশনে অনেক নেগেটিভ নিউজ করছে বাফুফে এবং আমার বিরুদ্ধে। আমি স্পষ্ট জানিয়ে দিতে চাই, এসব সংবাদ সম্পূর্ণ মিথ্যা। এগুলোর কোন ভিত্তি ও বাস্তবতা নেই। এগুলো আমার বিরুদ্ধে হীন ষড়যন্ত্র। ছয় মাস আগে একটা নির্বাচন হয়েছিল বাফুফেতে। সেই নির্বাচনে একটা পক্ষ হারার পর তারাই মূলত এসব করাচ্ছে। তাদের সুবিধা হয়ে গেছে যখন ভুটানের সঙ্গে ম্যাচটা খারাপ করে। কিছু কিছু গণমাধ্যম বলছে সরকার আমাদের বিরুদ্ধে তদন্ত করবে, সরকার সেটা করতেই পারে, আমাদের কোন অসুবিধা নেই। সরকার তদন্ত করলে অবশ্যই আমরা এর উত্তর দেব।’ উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশের একটি গোয়েন্দা সংস্থা বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনকে নিয়ে একটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। ওই প্রতিবেদনের ভিত্তিতে তদন্তপূর্বক কার্যকরী ব্যবস্থা নেয়ার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হয়েছে। সেখানে সালাউদ্দিনের বিরুদ্ধে চারিত্রিক স্খলন এবং ব্যাপক অনিয়ম, অর্থ আত্মসাত এবং দুর্নীতির প্রমাণসহ অভিযোগ দাখিল করা হয়েছে। এ নিয়ে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়েছে। তারই প্রেক্ষিতে বাফুফে সভাপতি সোমবার বাফুফে ভবনে নিজ কার্যালয়ে উপরোক্ত মন্তব্য করেন। প্রতিবেদনে সালাউদ্দিনের চারিত্রিক দুর্বলতা, ফুটবল ফেডারেশনের ঋণ করা টাকায় জুয়ার আসর, সভাপতির অদূরদর্শিতায় বাংলাদেশের জরিমানা, বঙ্গবন্ধু গোল্ডকাপের প্রাইজমানি এবং প্রধানমন্ত্রীর ইমেজ, বঙ্গবন্ধু গোল্ডকাপ সরাসরি সম্প্রচারে টেলিকাস্টিংয়ের যন্ত্রপাতি ভাড়া করার নামে দুর্নীতি, প্রধানমন্ত্রীর পরিবারের নাম ভাঙ্গিয়ে ইউরো ফুটবল টুর্নামেন্টের টিকেট দুর্নীতি, বাফুফের সভাপতি ও মাহফুজা আক্তার কিরণের যৌথ দুর্নীতি, সভার কার্যবিবরণী নিয়ে অনিয়ম ও দুর্নীতি, বাফুফের ব্যাংক এ্যাকাউন্টে টাকা জমা ও উত্তোলনে অনিয়ম, সিলেট বিকেএসপি ক্যাম্পাসে ফুটবল একাডেমির নামে দুর্নীতি, ফিফা সভাপতির বাংলাদেশ সফর সংক্রান্ত আর্থিক দুর্নীতি, রাজনৈতিক আস্ফালন নিয়ে অভিযোগ দাখিল করা হয়।
×