ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মেসি-সুয়ারেজ জাদুতে বার্সার বড় জয়

প্রকাশিত: ০৬:০৩, ২০ ডিসেম্বর ২০১৬

মেসি-সুয়ারেজ জাদুতে বার্সার বড় জয়

স্পোর্টস রিপোর্টার ॥ আরও একবার জাদু দেখালেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। রবিবার রাতে স্প্যানিশ লা লিগার ম্যাচে বার্সিলোনার হয়ে আলো ছড়ান এই দুই সুপারস্টার। তাদের নৈপুণ্যে ভর করে কাতালান ডার্বিতে এস্পানিলওকে ৪-১ গোলে হারিয়েছে চ্যাম্পিয়ন বার্সা। ম্যাচে জোড়া গোল করেন সুয়ারেজ। একটি করে করেন মেসি ও জর্ডি আলবা। এস্পানিওলের একমাত্র গোলদাতা লোপেজ সিলভা। পুরো ম্যাচেই মেসি ও সুয়ারেজের দুর্দান্ত বোঝাপড়া লক্ষ্য করা যায়। তবে সবাইকে ছাপিয়ে যান মেসি। যে কারণে ম্যাচ শেষে তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সতীর্থ সুয়ারেজ ও কোচ লুইস এনরিকে। এই জয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধান ছয় থেকে তিনে নামিয়ে এনেছে বার্সা। ১৬ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দুইয়ে কাতালানরা। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা রিয়ালের পয়েন্ট ৩৭। ন্যুক্যাম্পে শুরু থেকেই অতিথি এস্পানিওলের ওপর চড়াও হয়ে খেলতে থাকে বার্সা। ১৮ আন্দ্রেস ইনিয়েস্তার সহায়তায় বার্সিলোনাকে প্রথম এগিয়ে নেন সুয়ারেজ। পুরোপুরি প্রাধান্য নিজেদের করে নিলেও দ্বিতীয় গোলের দেখা পেতে কাতালানদের দ্বিতীয়ার্ধ পর্যন্ত অপেক্ষা করতে হয়। এবার মেসির সহায়তায় ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সুয়ারেজ। পরের মিনিটেই এস্পানিওলের রক্ষণভাগের ভুলের সুযোগে জর্ডি আলবা দলকে আরও এগিয়ে দেন। ৫৩ মিনিটে অবশ্য সুয়ারেজের সঙ্গে হাঁটুতে আঘাত লেগে মাঠ ছাড়তে বাধ্য হন অতিথি গোলরক্ষক দিয়াগো লোপেজ। তার স্থানে মাঠে নামেন রবার্তো জিমেনেজ। ৭৯ মিনিটে জেরার্ড মোরেনোর সহায়তায় ডেভিড লোপেজ সিলভা এস্পানিওলের হয়ে এক গোল পরিশোধ করেন। তবে পুরো ম্যাচেই দুর্দান্ত খেলা মেসিও শেষ মিনিটে দলের পক্ষে গোল করে স্কোরবোর্ডে নাম লেখান। এই হারে এস্পানিওলের টানা ১০ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ভেঙ্গে গেল। এক গোল করে কাতালান ডার্বি ম্যাচের ইতিহাসে সর্বোচ্চ গোলস্কোরারের রেকর্ড গড়েছেন মেসি। ম্যাচের শেষ মিনিটে লুইস সুয়ারেজের পাসে চোখ ধাঁধানো ফিনিশিং টানেন আর্জেন্টাইন তারকা। কাতালান ডার্বিতে এটি তার ১৫তম গোল। পুরো ম্যাচ জুড়ে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেন মেসি। বেশ কয়েকবারই জাদুকরী মুহূর্ত উপহার দিয়ে সবাইকে মন্ত্রমুগ্ধ করে রাখেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। সুয়ারেজ-আলবার দু’টি গোলের নেপথ্য কারিগরই তিনি। লীগের সর্বোচ্চ গোলস্কোরার তালিকায় সমান ১২ গোল নিয়ে যৌথভাবে শীর্ষে অবস্থান করছেন মেসি ও সুয়ারেজ। দুই গোল পিছিয়ে রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ২০১৬ সালে মেসির গোলসংখ্যা বর্তমানে ৫১টি। যা তাকে নিয়ে গেছে ইউরোপের শীর্ষ পাঁচটি লীগে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে অন্য যে কারও চেয়ে এক বছরে সর্বোচ্চ গোলস্কোরিংয়ের শীর্ষে। সংখ্যাটা আরও বাড়িয়ে নেয়ার সুযোগ পাচ্ছেন মেসি। এদিকে মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন সুয়ারেজ ও কোচ এনরিকে। ম্যাচের ৬৭ মিনিটে চারজনকে কাটানো মেসির শট কোনমতে ফেরান অতিথি গোলরক্ষক। ফিরতি বলে গোল করেন সুয়ারেজ। ওই প্রসঙ্গ টেনে ম্যাচ শেষে সুয়ারেজ জানান, নিজে এই গোল করার চেয়ে অসাধারণ খেলা মেসিকে লক্ষ্যভেদ করতে দেখতে বেশি ভাল লাগত। উরুগুয়েন তারকা বলেন, এটা যেন প্লেস্টেশন থেকে আসা কিছু। সে অনন্য একজন খেলোয়াড়। আমরা একটা ভাল ম্যাচ খেলেছি। লীগে বছরের শেষ ম্যাচটি জিততে পেরে আমরা খুশি। এটা ছিল দলীয় পারফরম্যান্স যেখানে সবাই ভাল করেছে। মেসির মতো প্রতিভা এগিয়ে এসেছে, নিজেকে মেলে ধরেছে, এটাও গুরুত্বপূর্ণ। মেসির প্রশংসা করতে করতে যেন হাঁপিয়ে উঠেছেন কোচ এনরিকে। এবার তাই একটু ভিন্নভাবে প্রশংসা করলেন তিনি, মেসি যা করে, তা আমরা বুঝে উঠতে পারি না। এটা অনন্য। ন্যু ক্যাম্পে এটা প্রতি ১৫ দিন অন্তরই দেখা যায়।
×