ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বর্ষসেরা কারবার

প্রকাশিত: ০৬:০০, ২০ ডিসেম্বর ২০১৬

বর্ষসেরা কারবার

এ বছর ঈর্ষণীয় সাফল্য পেয়েছেন এ্যাঞ্জেলিক কারবার। দীর্ঘদিন বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় হিসেবে একক আধিপত্য করছিলেন যুক্তরাষ্ট্রের টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। তাকেও হটিয়ে দিয়ে জার্মান এ টেনিস তারকা এখন এক নম্বর। সে কারণেই জার্মানির সর্বোচ্চ ক্রীড়া পুরস্কারটা জুটল তার কপালে। এবার জার্মানির বর্ষসেরা এ্যাথলেট হয়েছেন ২৮ বছর বয়সী কারবার। অবশ্য, তাতে অংশীদার হয়েছেন জার্মান জিমন্যাস্ট ফ্যাবিয়ান হামবুয়েচেন। আর ফর্মুলা ওয়ান রেসার নিকো রোসবার্গ হয়েছেন তৃতীয়। দক্ষিণ-পশ্চিম জার্মানির শহর ব্যাডেন-ব্যাডেনে রবিবার রাতে এ পুরস্কার দেয়া হয়। সেখানেই ভিন্ন জগতের তিন ক্রীড়াবিদকে একই মঞ্চে পুরস্কার স্বীকৃতি হিসেবে পাওয়া ট্রফি হাতে হাস্যোজ্জ্বল মুখে দেখা যাচ্ছে -এএফপি
×