ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জিমন্যাস্টিকসে যৌন হয়রানির অভিযোগ

প্রকাশিত: ০৫:৫৯, ২০ ডিসেম্বর ২০১৬

জিমন্যাস্টিকসে যৌন হয়রানির অভিযোগ

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্ব ক্রীড়ার অন্যতম আকর্ষণীয় ও জনপ্রিয় ইভেন্ট জিমন্যাস্টিকস। কিন্তু এখানেই সবচেয়ে বেশি কেলেঙ্কারির ঘটনা বেরিয়ে এসেছে। চুলচেরা পরীক্ষা-নিরীক্ষার পর বেরিয়ে এসেছে ব্যাপক হারে যৌন হয়রানির ঘটনা। মেয়ে জিমন্যাস্টরা তাদের কোচ, সতীর্থ ও অন্য প্রাপ্তবয়স্কদের দ্বারা এসব হয়রানির শিকার হয়েছেন। এক সমীক্ষায় বেরিয়ে এসেছে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই এমন ঘটনার শিকার হয়েছেন ৩৬৮ জন কিশোরী-তরুণী জিমন্যাস্ট। সম্প্রতি ইন্ডিয়ানাপোলিসের এক তদন্ত দল সমীক্ষা চালিয়ে ব্যাপক হারে দেশের জিমন্যাস্টিকসে অংশ নেয়া কিশোরী-তরুণীদের যৌন হামলা, হয়রানির শিকার হওয়ার ঘটনা উন্মোচন করেছে। আর সেটা মাত্রাতিরিক্ত পরিমাণের। ইন্ডিয়ানাপোলিসের সংবাদপত্র স্টার এক প্রতিবেদনে দাবি করেছে ৩৬৮ জন মার্কিন মহিলা জিমন্যাস্টিকস এই যৌন হয়রানির শিকার হয়েছেন বিভিন্ন সময়ে। ৯ মাস ধরে সমীক্ষা চালিয়েছে পত্রিকাটি। গত আগস্টেই কর্তৃপক্ষকে এ বিষয়ে একটি সতর্কবার্তা দেয়ার জন্য আহ্বান জানান হয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের জিমন্যাস্টিকস কর্মকর্তারা এ বিষয়ে কোন পদক্ষেপই নিতে পারেনি। তবে এখন প্রতিবেদন প্রকাশের পর নড়েচড়ে বসেছে ইউএসএ জিমন্যাস্টিকস। তারা দাবি করেছে যখনই কোন ধরনের যৌন হয়রানিমূলক ঘটনার সামান্যতম আভাস পাওয়া যাবে তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।
×