ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিবিসি পুরস্কার, জীবনসঙ্গিনী কিম ভোট দিয়েছেন অন্যজনকে

তৃতীয়বার বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্ব মারে

প্রকাশিত: ০৫:৫৮, ২০ ডিসেম্বর ২০১৬

তৃতীয়বার বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্ব মারে

স্পোর্টস রিপোর্টার ॥ ব্রিটিশ টেনিস তারকা এ্যান্ডি মারে নতুন এক রেকর্ডের মালিক হয়েছেন। বিবিসি বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্ব পুরস্কারে টানা তৃতীয়বারের মতো সেরা হয়েছেন তিনি। এর আগে আর কোন ক্রীড়া ব্যক্তিত্ব এ পুরস্কার জয়ের হ্যাটট্রিক করতে পারেননি। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে মারের স্ত্রী কিম মারে নিজেই ভোট দেননি তাকে। কিম নিজেই ভোটাভুটির প্রক্রিয়া শেষে মারেকে জানিয়েছিলেন তিনি ভোট দিয়েছেন অলিম্পিক স্বর্ণজয়ী শো-জাম্পার নিক স্কেলটনকে। কিন্তু এতে করেও মারের বর্ষসেরা হওয়া ঠেকানো যায়নি। পুরস্কার জয়ে জোর প্রতিপক্ষ হিসেবে ছিলেন দুইবারের অলিম্পিক ট্রায়াথলন চ্যাম্পিয়ন এ্যালিস্টার ব্রাউনলি ও অলিম্পিক শো-জাম্পিং চ্যাম্পিয়ন স্কেলটন। এ দু’জনকেই পেছনে ফেলেন মারে। বার্মিংহামে পুরস্কার ঘোষণা করা হয়। চলতি বছরটা দুর্দান্ত সময় পার করছেন ইংল্যান্ডের সর্বকালের সেরা পুরুষ টেনিস তারকা বনে যাওয়া মারে। এ বছরই প্রথমবারের মতো তিনি এটিপি র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠেছেন। ২৯ বছর বয়সী এ ব্রিটিশ তারকা টানা দ্বিতীয়বারের মতো অলিম্পিক স্বর্ণ জিতেছেন এবং দ্বিতীয়বারের মতো উইম্বলডনের শিরোপাও হাতে তুলেছেন। সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচের সঙ্গে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা ছিল মারের। গত বছর পর্যন্তও পরস্পরের লড়াইয়ে জোকোভিচই ছিলেন এগিয়ে। কিন্তু এবার সেই পরিস্থিতি পাল্টে গেছে। জোকোভিচকে হারিয়ে তাকে শীর্ষস্থান থেকেও হটিয়ে দিয়েছেন মারে। এমন নৈপুণ্যের পর প্রায় নিশ্চিতই ছিল বিবিসির বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্ব হতে যাচ্ছেন তিনি। কিন্তু নিজের স্ত্রীর দৃষ্টিতেই মারে সেরা ছিলেন না! কারণ কিম মনে করেছেন এবার পুরস্কারটা পাওয়া উচিত স্কেলটনের। কিমের ভোট নিয়ে মারে বলেন, ‘আসলে আমি আমার স্ত্রীর কারণে কিছুটা সন্দিহান ছিলাম। কারণ, পুরস্কার ঘোষণার ঘণ্টাখানেক আগেই সে আমাকে বলেছে আমাকে ভোট দেয়নি। সে ভোট দিয়েছে স্কেলটনকে। বড়দিন আসার আগে এটা তার কাছ থেকে তেমন সপ্রতিভ কোন পদক্ষেপ বলে মনে হয়নি আমার!’ মায়ামিতে অবস্থিত নিজের ট্রেনিং বেসে বিশ্ব হেভিয়েট চ্যাম্পিয়ন লেনক্স লুইসের সঙ্গে পুরস্কারের ট্রফি নিয়ে দাঁড়িয়ে এ কথা বলেন মারে। স্ত্রীর ভোট না পেলেও সাধারণ মানুষের ভোটেই মূলত এগিয়ে গেছেন মারে। ২০১৩ ও ২০১৫ সালেও এ পুরস্কার হাতে তুলেছিলেন মারে। তবে ২০১৪ সালে অবশ্য মারের খেতাব কেড়ে নিয়েছিলেন ব্রিটিশ ফর্মুলা ওয়ান রেসার লুইস হ্যামিল্টন। এবার সেটা পুনরুদ্ধার করলেন মারে। তিনি আরও বলেন, ‘সবাইকে তাদের ভোটপ্রদানের জন্য ধন্যবাদ। আমি আপনাদের এ সমর্থনকে অবশ্যই বিশেষভাবে মূল্য দেই। আমি আমার পরিবারকেও ধন্যবাদ দিতে চাই। আমার মা সেখানে ছিলেন এবং বাবাকেও ধন্যবাদ দেই। অনেক বেশি বেশি ধন্যবাদ আমার স্ত্রী ও কন্যা সোফিয়াকে। যদিও সোফিয়া এখন পর্যন্ত জানে না এটা কতখানি মর্যাদার। কিন্তু হয়ত কয়েক বছরের মধ্যেই সেটা উপলব্ধি করবে।’ লিচেস্টার সিটি গত বছর সবাইকে চমকে দিয়ে ইংলিশ প্রিমিয়ার লীগ শিরোপা জিতেছিল। এমন সাফল্য এনে দেয়ার জন্য ক্লাবের কোচ ক্লডিও র‌্যানিয়েরি হয়েছেন বর্ষসেরা কোচ। বর্ষসেরা দলের পুরস্কার পেয়েছে লিচেস্টার। মার্কিন কিংবদন্তি সাঁতারু মাইকেল ফেলপস আজীবন সম্মাননা পুরস্কার পেয়েছেন। আর মার্কিন কিশোরী জিমন্যাস্ট সিমোন বিলেস বর্ষসেরা বিদেশী ক্রীড়া ব্যক্তিত্ব হয়েছেন।
×