ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল ॥ চট্টগ্রাম আবাহনী ৩-০ বিজেএমসি

চেনচোর জোড়া গোলে চট্টগ্রাম আবাহনীর আয়েসী জয়

প্রকাশিত: ০৫:৫৭, ২০ ডিসেম্বর ২০১৬

চেনচোর জোড়া গোলে চট্টগ্রাম আবাহনীর আয়েসী জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ‘জেবি বাংলাদেশ প্রিমিয়ার লীগ’ ফুটবলে সোমবার হতে পারত এই লীগের তৃতীয় হ্যাটট্রিকটি। সেটা করতে পারতেন আলোচিত ভুটানী ফরোয়ার্ড চেনচো গেইলশেন। কিন্তু পারেননি অল্পের জন্য। তবে তার দল চট্টগ্রাম আবাহনী লিমিটেড ঠিকই পেরেছে পূর্ণ তিন পয়েন্ট আদায় করে নিতে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম আবাহনী ৩-০ গোলে হারায় দুই বারের লীগ শিরোপাধারী টিম বিজেএমসিকে। বিজয়ী দল ম্যাচের প্রথমার্ধেই এগিয়ে ছিল ২-০ গোলে। এই জয়ে লীগে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখল বন্দরনগরীর দল চট্টগ্রাম আবাহনী। নিজেদের ২০তম ম্যাচে এটা তাদের ত্রয়োদশ জয়। ৪৩ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট টেবিলে আগের দ্বিতীয় অবস্থানেই। ঢাকা আবাহনী সমান ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে। পক্ষান্তরে সমান ম্যাচে এটা সোনালি আঁশের দল খ্যাত বিজেএমসির সপ্তম হার। ২১ পয়েন্ট নিয়ে তারা আছে আগের নবম স্থানেই। লীগের প্রথম লেগেও চট্টগ্রাম আবাহনীর কাছে হেরেছিল তারা, ১-৩ গোলে। ম্যাচের ৪ মিনিটে প্রায় মাঝমাঠ থেকে বল বাড়িয়ে দেন আবাহনীর ফরোয়ার্ড মো. ইব্রাহিম। বল নিয়ন্ত্রণে নিয়েই ডান পায়ে তীব্র ক্রস করে বক্সে বল পাঠান রুবেল মিয়া। চলন্ত বলে ডান পায়ের আলত ছোঁয়ায় গোলরক্ষকের দু’পায়ের ফাঁক গলিয়ে বল জালে পাঠান চট্টগ্রাম আবাহনীর ভুটানী ফরোয়ার্ড চেনচো গেইলশেন (১-০)। এই গোলের জন্য বিজেএমসির গোলরক্ষক আরিফুজ্জামান হিমেলকে দায়ী করাই যেতে পারে। কেননা বল তার হাত ফস্কে যায়। ১৯ মিনিটে বিজেএমসির অভিজ্ঞ-বর্ষীয়ান মিডফিল্ডার আব্দুল্লাহ আল পারভেজের কর্নার বক্সে হেড নেন ক্যামেরুনের ডিফেন্ডার বাইবেক ইসায়ে। কিন্তু বল অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ২৪ মিনিটে আব্দুল্লাহ আল পারভেজ লক্ষ্য করেন পোস্ট ছেড়ে কিছুটা সামনে এগিয়ে এসেছেন চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। সঙ্গে সঙ্গেই ত্বরিত সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি। প্রায় ৩০ গজ দূর থেকে উঁচু শট নেন পারভেজ। রানা প্রাণপণ দৌড়ে গিয়েও বলের নাগাল পাননি। কিন্তু বল অল্পের জন্য জড়ায়নি জালে। আক্ষেপ বাড়ে বিজেএমসির। ২৯ মিনিটে ডি বক্সের মাথা থেকে চট্টগ্রাম আবাহনীর অধিনায়ক মিডফিল্ডার মামুনুল ইসলামের বা পায়ের উঁচু শট বার ছুঁয়ে চলে যায় বাইরে। ৪২ মিনিটে মরোক্কান মিডফিল্ডার তারিক আল জানাবির থ্রু পাসে বক্সে বল পেয়ে বাইরে মেরে গোল করার সুযোগ নষ্ট করেন চট্টগ্রাম আবাহনীর নাইজিরিয়ান ডিফেন্ডার এলিসন উদোকা। ৪৫ মিনিটে ডান প্রান্ত দিয়ে ইব্রাহিমের উঁচু ক্রস বক্সে বা পায়ের তীব্র শটে লক্ষ্যভেদ করেন চেনচো (২-০)। লীগে এটা চেনচোর ব্যক্তিগত চতুর্থ গোল। ৬৬ মিনিটে বিজেএমসির রক্ষণের ভুলে গোল ‘উপহার’ পায় চট্টগ্রাম আবাহনী! বিজেএমসির ডিফেন্ডার সাইফুল ইসলাম সাইফ বল নিজ দলের গোলরক্ষককে ব্যাকপাস করার চেষ্টা করেন। কিন্তু বলের গতি অনেক মন্থর হওয়াতে সেই বল পেয়ে যান প্রতিপক্ষের ফরোয়ার্ড চেনচো। বল নিয়ে বক্সে ঢুকে পড়েন তিনি। আগুয়ান গোলরক্ষকের পাশ দিয়ে শট মেরে বল জালে ঢোকানোর চেষ্টা করেন চেনচো। কিন্তু তার নেয়া শট গোলরক্ষক ফিরিয়ে দেন। সেই বল উঁচুতে থাকা অবস্থায় হেড করে জালে পাঠিয়ে উল্লাসে মেতে ওঠেন ইব্রাহিম (৩-০)। এগিয়ে যায় আবাহনী। বাকি সময়টায় একাধিক আক্রমণ করেও একটি গোলও শোধ করতে পারেনি বিজেএমসি। ফলে খেলা শেষ হলে পূর্ণ পয়েন্ট পাওয়ার তৃপ্তি নিয়ে মাঠ ছাড়ে চট্টগ্রাম আবাহনী।
×