ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের অনুশীলন শুরু আজ

প্রকাশিত: ০৫:৫৭, ২০ ডিসেম্বর ২০১৬

নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের অনুশীলন শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ‘ম্যানিকিন চ্যালেঞ্জ’টা বিশ্বখ্যাত হয়ে উঠেছে। সোমবার নিউজিল্যান্ডের ওয়াঙ্গারাইয়ের রুয়াকাকা সমুদ্র সৈকতে ‘ম্যানিকিন চ্যালেঞ্জ’ স্টাইলে ধরা দিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররাও। রবিবার অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ড যায় বাংলাদেশ দল। সারাদিনের ভ্রমণ ক্লান্তির জন্য সোমবার বিশ্রাম ছিল। তাই সমুদ্র সৈকতে গিয়ে আনন্দ করার উপলক্ষ পেলেন মাশরাফি, মুশফিক, সাকিব, তামিমরা। আজ নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের অনুশীলন শুরু হবে। সেই সঙ্গে নিউজিল্যান্ড চ্যালেঞ্জটাও শুরু হয়ে যাবে। বৃহস্পতিবার নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচেও খেলবে বাংলাদেশ দল। এর আগে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহীমের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে জানা গেল, সমুদ্র সৈকতে এই ‘ম্যানিকিন চ্যালেঞ্জ’টা নিলেন দলের ক্রিকেটাররা। হঠাৎ করে সবাই দাঁড়িয়ে থাকেন। শরীর একেবারেই নড়ে না। মূর্তির মতো অবস্থা হয়ে যায়। অভিব্যক্তিতে কোন নড়চড় হয় না। এমনকি চোখের পাতাও নড়ে না। গ্রুপ করে এমন ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়াই হচ্ছে ‘ম্যানিকিন চ্যালেঞ্জ’। সেই চ্যালেঞ্জে বাংলাদেশ দলের ক্রিকেটাররা অংশ নিয়েছেন। তাসকিন আহমেদ থুঁতনিতে হাত দিয়ে কী যেন ভাবছেন। নাজমুল হোসেন শান্ত মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। রুবেল হোসেন, মেহেদী মারুফ, নুরুল হাসান সোহান কয়েকজনের জটলায় একদিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন। মেহেদী হাসান মিরাজ কোমরে হাত দিয়ে আছেন। মাহমুদুল্লাহ রিয়াদ যেন ক্যাচ ধরার ভঙ্গি করেছেন। মুস্তাফিজুর রহমান বল করার স্টাইলে দাঁড়িয়ে। মাশরাফি বিন মর্তুজা আকাশের দিকে তাকিয়ে আছেন। সাকিব আল হাসান মাথা ও কোমরে হাত দিয়ে যেন নাচের ভাব নিয়েছেন। তাইজুল ইসলাম নির্বাক তাকিয়ে। মোসাদ্দেক হোসেন সৈকত তাসকিনের মতোই ভাব করেছেন। শুভাগত হোম দুই কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে। সৌম্য সরকার ঠোঁটে ঠোঁট চিবি দিয়ে, জ্যাকেটের দুই পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে। মুশফিকুর রহীম দুই হাত কাঁধে দিয়ে যেন ‘নায়কে’র পোজ দিচ্ছেন। সেখানে নেই অবশ্য নির্ভরযোগ্য ব্যাটসম্যানদের মধ্যে তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক ও সাব্বির রহমান রুম্মন। দিনটিতে আনন্দ করেই কাটালেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। আজ শুরু হচ্ছে নিউজিল্যান্ড চ্যালেঞ্জ। অনুশীলন দিয়েই সেই চ্যালেঞ্জ শুরু হচ্ছে। যে চ্যালেঞ্জে এবার ভাল কিছু করে দেখানোরও চ্যালেঞ্জ আছে। নিউজিল্যান্ডে ফুরফুরে মেজাজেই আছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ওয়াঙ্গারাইতেই বৃহস্পতিবার একটি প্রস্তুতি ম্যাচ হবে। শুক্রবার ক্রাইস্টচার্চে উড়াল দেবে বাংলাদেশ দল। যেখানে ২৬ ডিসেম্বর প্রথম ওয়ানডে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে, তিন ম্যাচের টি২০ ও দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। ২৬, ২৯ ও ৩১ ডিসেম্বর যথাক্রমে ক্রাইস্টচার্চে প্রথম, নেলসনে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। এরপর ৩, ৬ ও ৮ জানুয়ারি যথাক্রমে নেপিয়ারে প্রথম, মাউন্ট ম্যাঙ্গানুইয়ে দ্বিতীয় ও তৃতীয় টি২০ ম্যাচ হবে। সবশেষে ১২ জানুয়ারি ওয়েলিংটনে প্রথম ও ২০ জানুয়ারি ক্রাইস্টচার্চে দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি শুরু হবে। নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের মাটিতে ২০১০ সালের পর দ্বিপক্ষীয় সিরিজে খেলবে বাংলাদেশ। ২০০১ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট (৫টি), ওয়ানডে (৬টি) ও টি২০ (১টি) মিলিয়ে ১২ ম্যাচ খেলে বাংলাদেশ। সবকটিতে হারে। এবার বাংলাদেশ দলটি ভিন্ন। ২০১০ সালের বাংলাদেশ দল নেই। অনেক উন্নত দল। নিউজিল্যান্ডকে দেশের মাটিতে হোয়াইটওয়াশ করার ইতিহাসও আছে। এবার নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারানোর পালা। পারবে বাংলাদেশ? নিউজিল্যান্ড কোচ মাইক হেসনতো এখনই বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান ও ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানকে নিয়ে ভাবনায় পড়েছেন। স্থানীয় এক সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘এ বছর মুস্তাফিজ আইপিএলে ঝড় তুলেছে আর ভবিষ্যতে সে ক্রিকেট বিশ্বের বড় তারকা। সে এখনই ইনজুরি থেকে ফিরেছে। মাঠের খেলায় কেমন করবে সেটিই দেখা বিষয়। সাকিব বর্তমানে বিশ্বের দুই নম্বর সেরা অলরাউন্ডার। তার বাঁহাতি স্পিন ও মিডল অর্ডারে ব্যাটিং খুবই ভয়ানক।’ হেসন আরও বলেন, ‘ঘরের মাঠে বাংলাদেশ দলটি দুর্দান্ত। আর দেশের বাইরে গত বিশ্বকাপেও ভাল করেছে দলটি। ওদের বিপক্ষে সর্বশক্তি দিয়ে মাঠে না খেললে যে কোন দলকেই হারাতে পারবে এবং তা গত ৩-৪ বছরে দেখে আসছি।’ হেসন যেন ভয়ও পাচ্ছেন। হেসনের কথা যেন সত্য হয়। সাকিব ও মুস্তাফিজ যদি প্রথম ওয়ানডে থেকেই খেলেন, তাহলে যেন বিধ্বংসী হয়েই ধরা দেন। সেই প্রত্যাশাই সবার। তাহলেইতো বাজিমাত করবে দল। সেই বাজিমাত করতে আজ থেকেই নিউজিল্যান্ডে প্রস্তুতি শুরু বাংলাদেশের।
×