ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুকুর দরদী

প্রকাশিত: ০৫:৫৫, ২০ ডিসেম্বর ২০১৬

কুকুর দরদী

ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী ব্যাঙ্গালুরুর সফটওয়্যার প্রকোশলী রাকেশ শুক্লা। প্রকৌশলী হলেও কুকুরের প্রতি তার দরদের সীমা নেই। বিবিসির প্রতিনিধি গীতা পান্ডে বলেন, তিনি তার প্রাইভেট কারটি ব্যাঙ্গালুরু শহরের কাছে একটি খামারের কাছে পার্ক করেন। হঠাৎ দেখেন চারদিকে অনেক কুকুর। তারা ঘেউ ঘেউ করছে, আবার আনন্দে লাফও দিচ্ছে। কয়েক সেকেন্ড পর দেখা গেল তারা রাকেশ শুক্লাকে ঘিরে ধরেছে এবং তাদের নাক তার গায়ে স্পর্শ করছে। তাদের পেয়ে শুক্লারও যেন আনন্দের শেষ নেই। তিনি তাদের সঙ্গে কথা বললেন, গায়ে হাত বুলালেন এবং একটি কুকুরকে তার কাঁধেও নিলেন। শুক্লার এই খামারে রয়েছে ৭৩৫টি কুকুর। তার খামারে ল্যাবরেডর ও বিশাল আকৃতির গোল্ডেন রিট্রিভার থেকে শুরু করে গ্রেট ডেন, বিগল, ড্যাকসহান্ড, রোটওয়েইলার্স, সেইন্ট বার্নার্ডস এবং ছোট আকৃতির পাগসহ নানা জাতের কুকুর রয়েছে। আরও রয়েছে কয়েক শ’ কুকুর যাদের কোন নির্দিষ্ট জাতে ফেলা যায় না। এসব কুকুরের অধিকাংশই পথ থেকে তুলে আনা। বাকিগুলোকে তাদের মালিকরা পরিত্যাগ করেছে। সর্বশেষ তার খামারে ২২টি কুকুর আনা হয়। যাদের মালিক একজন ব্যবসায়ী। সম্প্রতি তাকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। খামারে কুকুরদের দৌড়ানোর জন্য বিস্তীর্ণ জায়গা রয়েছে। তাদের স্নান করানোর জন্য রয়েছে কয়েকটি পুকুরও। কাঁটাতারের বেড়া দিয়ে তাদের নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে। খামারে ভেটেরিনারি এ্যাসিস্টেন্টসহ ১০ জন কর্মচারী রয়েছে। কুকুরদের প্রতিদিন দু’শ’ কেজি মুরগির মাংস ও দু’শ’ কেজি ভাত খাওয়ানো হয়। অসুস্থ কুকুরদের দেয়া হয় ওষুধ। এই খামার চালাতে প্রতিদিন ৪৫ হাজার থেকে ৫০ হাজার রুপি খরচ হয়। যার ৯৩ ভাগই শুক্লা দিয়ে থাকেন। -বিবিসি
×