ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিশুর কণ্ঠে ছয় ভাষায় গান

প্রকাশিত: ০৫:৫৫, ২০ ডিসেম্বর ২০১৬

শিশুর কণ্ঠে ছয় ভাষায় গান

ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মেয়ে তিয়ারা থাঙ্কাম আব্রাহাম। বয়স মাত্র ১০। এই বয়সেই বিশ্বের ছয়টি ভাষার গান সাবলীলভাবে গেয়ে নিজের এ্যালবাম প্রকাশ করেছে। ৭ বছর বয়সে কলেজেও ভর্তি হয় সে। নিজের মেধা দিয়ে সবাইকে তাক লাগিয়েছে সে। লাইফটাইম রিয়্যালিটি শো ‘চাইল্ড জিনিয়াস’-এর প্রতিযোগী তানিশ্ আব্রাহামের ছোট বোন তিয়ারা। তাদের পূর্বপুরুষ দক্ষিণ ভারতের কেরলের বাসিন্দা। তিয়ারার দাদা-দাদি যখন ছোট ছিলেন তখনই তারা চলে যান আমেরিকায়। বিশ্বের বিভিন্ন ভাষার হলি ডে সঙ ও ক্ল্যাসিক মিলিয়ে নয়টি গান নিয়ে উইন্টার নাইটিঙ্গল নামে একটি এ্যালবাম প্রকাশ করেছে তিয়ারা। এই এ্যালবামে ইংরেজী, স্প্যানিশ, ইতালিয়ান, জার্মান, লাতিন ও ফরাসী ভাষায় গান গেয়েছে এই শিশু। ৭ বছর বয়সেই ক্যালিফোর্নিয়ার আমেরিকান রিভার কলেজে ভর্তি হয় তিয়ারা। গত বছর এখান থেকেই স্নাতক পাস করেন তার ভাই। বড় হয়ে সোপরানো অপেরা ক্লাসিক্যাল সিঙ্গার হওয়ার স্বপ্ন রয়েছে বিস্ময় শিশু তিয়ারার। -ইয়াহু নিউজ
×