ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মানবতাবিরোধী অপরাধ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক গাজী আব্দুল মান্নানের মৃত্যু

প্রকাশিত: ০৫:৫৫, ২০ ডিসেম্বর ২০১৬

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক গাজী আব্দুল মান্নানের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১৯ ডিসেম্বর ॥ জেলার করিমগঞ্জ উপজেলার রাজাকার কমান্ডার মানবতাবিরোধী মামলায় মৃত্যুদ-প্রাপ্ত পলাতক আসামি গাজী আব্দুল মান্নান (৮০) মৃত্যুবরণ করেছেন। সোমবার সকালে ঢাকার মিরপুর এলাকার এক আত্মীয়ের বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেছেন বলে জানা গেছে। কিশোরগঞ্জ যুদ্ধাপরাধ প্রতিরোধ আন্দোলন কমিটির সভাপতি রেজাউল হাবীব রেজা তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। গত ৩ মে মানবতাবিরোধী অপরাধ মামলায় করিমগঞ্জের দুই সহোদরসহ চারজনকে মৃত্যুদ- ও একজনকে আমৃত্যু কারাদ- দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল বেঞ্চ আসামিদের বিরুদ্ধে উপরোক্ত দ-াদেশ দেন। রায়ে মৃত্যুদ-প্রাপ্ত আসামিরা হলেন- দুই সহোদর এ্যাডভোকেট শামসুদ্দিন আহমেদ ও সেনাবাহিনীর বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন নাসিরউদ্দিন আহমেদ এবং রাজাকার কমান্ডার গাজী আব্দুল মান্নান ও হাফিজ উদ্দিন। আমৃত্যু কারাদ-াদেশ দেয়া হয়েছে আজহারুল ইসলামকে। রায় ঘোষণার পর থেকে রাজাকার শামসুদ্দিন ছাড়া সবাই পলাতক ছিলেন। করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাকির রাব্বানী রাজাকার কমান্ডার গাজী আব্দুল মান্নানের পরিবারের বরাত দিয়ে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এদিকে গাজী আব্দুল মান্নানের (৯০) মরদেহ নিজবাড়ি সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে সোমবার তার মৃত্যু হলে পরিবারের লোকজন দুপুরের দিকে তার মরদেহ গ্রামের বাড়িতে আসে। পরে বেলা আড়াইটার দিকে নিজগ্রাম করিমগঞ্জ পৌরসভাধীন চরপাড়ায় বাড়ির উঠানে জানাজা অনুষ্ঠিত হয়।
×