ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ২০ কেজি গান পাউডারসহ একজন গ্রেফতার

প্রকাশিত: ০৫:৫৩, ২০ ডিসেম্বর ২০১৬

রাজধানীতে ২০ কেজি গান পাউডারসহ একজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ পুরান ঢাকার দোলাইরপাড় এলাকায় ট্রাকচাপায় দুই নারী শ্রমিক নিহত হয়েছে। এ সময় এক নারী শ্রমিক গুরুতর আহত হয়েছে। এদিকে ওয়ারীতে ২০ কেজি বিস্ফোরকসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে যাত্রাবাড়ীতে তিন ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এছাড়া চকবাজার এলাকা থেকে মালবাহী ট্রাকের ভেতর থেকে দেড় হাজার ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। সোমবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, পুরান ঢাকার দোলাইরপাড় এলাকায় ইটভর্তি ট্রাকের চাপায় সুমনা আক্তার (২৩) ও ফারজানা আক্তার (১৮) নামে দুই নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা থানার বাঁশবাড়ি গ্রামে। এ সময় তাদের সঙ্গী আরেক নারী শ্রমিক গুরুতর আহত হয়েছে। তার বাড়িই একই গ্রামে। তারা স্থানীয় সেলিম ফ্যান ফ্যাক্টরিতে কাজ করতেন। কদমতলী থানার পূর্ব দোলাইরপাড়ের ডিপটি গলির একটি বাড়িতে ভাড়া থাকতেন তারা। শ্যামপুর থানার ওসি আব্দুর রাজ্জাক শেখ জানান, রবিবার রাত সাড়ে ১০টার দিকে সেলিম ফ্যান ফ্যাক্টরির তিন নারী শ্রমিক রাস্তার পাশ দিয়ে হেঁটে পূর্ব দোলাইরপাড়ের বাসায় যাচ্ছিলেন। দোলাইরপাড় হাই স্কুল গলির মেইন রোডের সামনে মসজিদের কাছে বিপরীত দিক থেকে আসা একটি ইটভর্তি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলে ফারজানার মৃত্যু হয়। এ সময় সুমনা ও তার আরেক সঙ্গী গুরুতর আহত হন। পরে গুরুতর আহত দুজনকে রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক সুমনাকে মৃত ঘোষণা করেন। তাদের ওই নারী সঙ্গীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি আব্দুর রাজ্জাক জানান, ট্রাকচালককে আটক করা হয়েছে। এদিকে সোমবার দুপুরে ঢামেক মর্গে সুমনার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপরদিকে মিটফোর্ড মেডিক্যাল কলেজ মর্গে ফারজানার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানায়। ২০ কেজি গানপাউডারসহ এক ব্যক্তিকে গ্রেফতার ॥ পুরান ঢাকার ওয়ারীতে ২০ কেজি বিস্ফোরকসহ মজিবর মল্লিক (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার গভীর রাতে ওয়ারীর সানাই কমিউনিটি সেন্টারের সামনে অভিযান চালিয়ে গানপাউডারসহ ওই ব্যক্তিকে আটক করা হয়। ওয়ারী থানার উপ-পরিদর্শক ইসমাইল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রেফতারকৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদে জানান, তিনিসহ কয়েকজন মিলে গানপাউডার সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। এ ঘটনায় ওয়ারী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এর আগে ১০ ডিসেম্বর পুরান ঢাকার চকবাজার এলাকা থেকে ৫২ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছিল। তিন ভুয়া ডিবি গ্রেফতার ॥ রাজধানীর যাত্রাবাড়ীতে তিন ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হলোÑ সামছুল হক হাওলাদার (৪৫), কামাল মৃধা (৩০) ও আমির হোসেন ওরফে বাবু (২৮)। এ সময় তাদের কাছ থেকে তিন রাউন্ড গুলিভর্তি একটি পিস্তল, একটি ম্যাগজিন, একটি ওয়াকিটকি সেট, এক জোড়া হাতকড়া ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়। সোমবার সকালে ডিএমপির মিডিয়া সূত্র জানায়, রবিবার রাতে ডিবির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ীর সায়েদাবাদ এলাকায় অভিযান চালিয়ে ওই তিন ভুয়া ডিবি পুলিশকে আটক করা হয়। এ সময় তাদের কাছ ওই গুলি ও অস্ত্র এবং পুলিশের ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা রাজধানীর বিভিন্ন স্থানে ডিবি পরিচয় দিয়ে ডাকাতি করে আসছিল। ট্রাকে ফেনসিডিল ॥ পুরান ঢাকার চকবাজার এলাকা থেকে মালবাহী ট্রাকের ভেতর থেকে দেড় হাজার ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ওই ট্রাকে তল্লাশি চালিয়ে ফেনসিডিলগুলো জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ ইউসুফ আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সকালে চকবাজারের উমেশ দত্ত রোড এলাকায় রাস্তার পাশে পার্কিং করা একটি ট্রাকে (ঢাকা মেট্রো ঢ-১১-৫২০৫) তল্লাশি করে এক হাজার ৪১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ৮ লাখ টাকা। ধারণা করা হচ্ছে, পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক ট্রাকটি রেখে পালিয়ে গেছে। এ ঘটনায় চকবাজার থানায় মামলা করা হয়েছে।
×