ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জিয়ানগরের ওসি প্রত্যাহার

প্রকাশিত: ০৫:৫৩, ২০ ডিসেম্বর ২০১৬

জিয়ানগরের ওসি প্রত্যাহার

বিডিনিউজ ॥ বিজয় দিবসের কুচকাওয়াজে যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদীকে সালাম গ্রহণ করানো নিয়ে সমালোচনার মধ্যে পিরোজপুরের জিয়ানগর উপজেলার ইন্দুরকানী থানার ওসি মোঃ মিজানুল হককে প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনিক কারণে সোমবার তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানো হয় বলে পিরোজপুর পুলিশ সুপার মোঃ ওয়ালিদ হোসেন জানান। গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসে জিয়ানগর উপজেলা প্রশাসন আয়োজিত শোভাযাত্রা, কুচকাওয়াজ, আলোচনা সভা ও মুক্তিযোদ্ধা সম্মাননা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদীপুত্র মাসুদ সাঈদী।এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। থানার ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার যোগসাজশে প্রশাসনিক কায়দায় মাসুদ সাঈদীকে দিয়ে কুচকাওয়াজে সালাম গ্রহণ করানো হয় এবং মুক্তিযোদ্ধাদের ক্রেস্ট উপহার দেয়া হয় বলে অভিযোগ করেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাকিম হাওলাদার। বিজয় দিবসের কুচকাওয়াজে সালাম গ্রহণ মঞ্চে উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদীর পাশেই দাঁড়িয়ে ছিলেন ওসি মোঃ মিজানুল হক, ইউএনও জাকির হোসেন বাচ্চু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বেলায়েত হোসেন এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান। পুলিশ সুপার বলেছেন, প্রশাসনিক কারণেই তাকে প্রত্যাহার করা হয়েছে।
×