ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অরুনিমা রিসোর্ট

পাখিদের কলকাকলি সবুজ বনানী, বাড়ছে পর্যটকদের ভিড়

প্রকাশিত: ০৫:৪৮, ২০ ডিসেম্বর ২০১৬

পাখিদের কলকাকলি সবুজ বনানী, বাড়ছে পর্যটকদের ভিড়

রিফাত-বিন-ত্বহা ॥ পর্যটকদের প্রিয় মৌসুম শীত। এখন চলছেও তাই। পর্যটন এলাকাগুলো এ সময়টায় থাকে বেশ মুখরিত। দেশের বিভিন্ন দর্শনীয় স্থান এখন পিকনিক পার্টি আর পর্যটকে ঠাসা। এই পরিস্থিতি চলে কাকডাকা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত। একই কারণে বিগত কিছুদিন ধরে পর্যটকদের ঢল নেমেছে নড়াইলের ‘অরুনিমা’তেও। দিন যত গড়াচ্ছে এই পর্যটন স্পটটি যেন ততই জনপ্রিয় হয়ে উঠছে। এখানে বেড়াতে এসে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যময় পরিবেশ আর বিনোদনের আধুনিক সুযোগ-সুবিধা পেয়ে সন্তুষ্ট ভ্রমণপিপাসুরা। দেশের একমাত্র এগ্রো-ইকো-রিভারাইন-স্পোর্টস পর্যটন কেন্দ্র ‘অরুনিমা’। ইতোমধ্যে সেখানে প্রতিদিন ভিড় জমাছে বিনোদনপ্রিয় দেশী-বিদেশী বহু পর্যটকের। তাদের পদভারে এখন মুখরিত কৃষিভিত্তিক পরিবেশবান্ধব এ পর্যটন কেন্দ্রটি। গোটা মৌসুম ধরেই এখানে পর্যটকদের ভিড়ে পরিপূর্ণ থাকবে নড়াইলের নড়াগাতী থানার পানিপাড়ার এই রিসোর্ট। এছাড়া এই পর্যটন কেন্দ্রে যোগ হয়েছে আন্তর্জাতিক মানের গল্ফ মাঠ। দেশী-বিদেশী পর্যটকদের আগমনে অনুন্নত পানিপাড়ায় লেগেছে উন্নয়নের ছোঁয়া। পর্যটকদের বিনোদনের পাশাপাশি সৃষ্টি হয়েছে কর্মসংস্থানের। আর সরকার আয় করছে রাজস্ব। নড়াইলের নড়াগাতী থানার পানিপাড়ায় মধুমতি ও নবগঙ্গা নদীর সংযোগস্থলে নির্মিত অরুনিমা রিসোর্ট গল্ফ ক্লাবটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ ভ্রমণ-বিলাস ও চিত্ত বিনোদনের অনুপম সৃষ্টি হিসেবে ইতোমধ্যে দেশ-বিদেশে পরিচিতি লাভ করেছে। অতিথি পাখিসহ দেশী পাখি রক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পর্যটকদের আগমনে এলাকার আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন- এমিনটাই প্রত্যাশা এলাকাবাসীর। প্রতিনিয়ত দেশ-বিদেশের বিভিন্ন এলাকা থেকে শত শত বিনোদনপ্রিয় মানুষ ও পর্যটক আসছেন চিত্রা-কাজলা-নবগঙ্গা ও মধুমতি বিধৌত বরেণ্য শিল্পী এসএম সুলতানের নড়াইলের এই অরুনিমা রিসোর্ট গল্ফ ক্লাবটিতে। উপভোগ করছেন প্রকৃতিকে, আবার ফিরে চলে যাচ্ছেন।
×