ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

না’গঞ্জে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সব ব্যবস্থা নেয়া হয়েছে ॥ শাহনেওয়াজ

প্রকাশিত: ০৫:৪৫, ২০ ডিসেম্বর ২০১৬

না’গঞ্জে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সব ব্যবস্থা নেয়া হয়েছে ॥ শাহনেওয়াজ

স্টাফ রিপোর্টার ॥ নারায়ণগঞ্জ সিটিতে সুন্দর নির্বাচন উপহার দেয়ার আশাবাদ ব্যক্ত করেছে ইসি। একই সঙ্গে ভোটারদের নির্বিঘেœ ও নিঃসংকোচে কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহ্বান জানানো হয়েছে। কমিশনার মোঃ শাহনেওয়াজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সুন্দর নির্বাচন উপহার দেয়া হবে। কেউ যদি এ নির্বাচনে কোন ধরনের গোলযোগের চেষ্টা করে তবে ছাড় দেয়া হবে না। সবাই দেখবে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য ইসি শক্ত অবস্থান নিয়েছে। অভিজ্ঞতার ভা-ার উজাড় করে দিয়ে সুন্দর নির্বাচন করছি উল্লেখ করেন। সোমবার শেরে বাংলা নগরে অবস্থিত নির্বাচন কমিশনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন। এ নির্বাচনে ইতোমধ্যে ইসির সব ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। নির্বাচনী এলাকায় নেমেছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল। বহিরাগতদের ভোটার এলাকার ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও যানচলাচলের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। আজ মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে প্রার্থীদের সব ধরনের প্রচার প্রচারণা। একজন মেয়র ও ২৭ জন কাউন্সিলর ও ৯ জন সংরক্ষিত কাউন্সিলর নির্বাচনে ভোটারা ভোট দেবেন। ইতোমধ্যে নারায়ণগঞ্জ উৎসবের সিটিতে পরিণত হয়েছে। সুষ্ঠু নির্বাচন প্রসঙ্গে শাহনেওয়াজ সাংবাদিকদের বলেন, এ নির্বাচনে পরিস্থিতি খারাপের কোন সুযোগ দেয়া হবে না। ভোট নিয়ে প্রতিদ্বন্দ্বিরা শঙ্কা করতেই পারেন। মানুষের মনে শঙ্কা আসতেই পারে। তবে কমিশন সার্বিকভাবে ভাল নির্বাচনের জন্য যত ধরনের প্রস্তুতি নেয়া দরকার সব ব্যবস্থা নেবে। আগেরবারও নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে অনেক শঙ্কা প্রকাশ করা হয়েছিল। কিন্তু নির্বাচনে আদৌ সে রকম কিছু ঘটেনি। শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছিল। এবারও আলাদা কোন ব্যবস্থা না নিয়ে সবার জন্যে নির্বিঘœ পরিবেশ নিশ্চিত করা হয়েছে। আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য বাড়ানো হচ্ছে, তৎপরতাও বাড়ানো হচ্ছে উল্লেখ করেন। তিনি বলেন, এ নির্বাচনে কোন গোলমাল ও অনিয়ম ইসি সহ্য করবে না। শঙ্কার অবস্থানেও নেই ইসি। নিঃসংকোচে সবাইকে পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার ব্যবস্থা থাকবে। ভোটারদের আহ্বান জানাই ভীত হবেন না হয়ে নির্বিঘেœ ভোট দিতে আসবেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সোমবার থেকে নারায়ণগঞ্জে বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে নির্বাহী হাকিম থাকবে। ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় নির্দেশনাও দেয়া হয়েছে বলে তিনি জানান। ইসি সূত্রে জানা গেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ১৭৪টি কেন্দ্রের মধ্যে ১৩৭টিকে ‘ঝুঁকিপূর্ণ’ বিবেচেনা করে ভোটের নিরাপত্তা ব্যবস্থা সাজানো হচ্ছে। ইতোমধ্যে সোমবার থেকে এ নির্বাচনে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় মাঠে নেমেছে ২২ প্লাটুন বিজিবি। তারা জানিয়েছে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে পুরো শহর নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হচ্ছে। ভোট কেন্দ্রে নিরাপত্তার পরিকল্পনায় নগরীর ১৭৪টি কেন্দ্রের প্রতিটিতে আইন-শৃঙ্খলা বাহিনীর ২৪ জন করে সদস্য থাকবে। তবে ১৩৭টি ভোটকেন্দ্রে বিশেষ নজর রাখা হবে বলে জানা গেছে। কমিশন সূত্রে জানা গেছে এ নির্বাচনের ২৭টি ওয়ার্ডে ১৭৪টি কেন্দ্র এবং ভোট কক্ষ স্থাপন করা হয়েছে ১ হাজার ৩০৪টি। মোট ৪ লাখ ৭৯ হাজার ৩৯২ জন ভোটার এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ৫১৪ জন এবং নারী ভোটার ২ লাখ ৩৭ হাজার ৮৭৮ জন। আগামী বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে। নারায়ণগঞ্জ সিটিতে মেয়র পদে নির্বাচনের জন্য বিভিন্ন রাজনেতিক দলের ৭ জন প্রার্থী, সাধারণ কাউন্সিলর পদে ১৫৬ জন, সংরক্ষিত কাউন্সিলর পদের ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে মেয়র পদ ছাড়া বাকি সব পদগুলোতে ভোট হবে নির্দলীয় ভিত্তিতে। মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী অংশ নেয়া এ নির্বাচন হচ্ছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। দুদলের প্রার্থীই এ নির্বাচনে জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে। তবে বিএনপি পক্ষ থেকে নির্বাচন সুষ্ঠু করতে বরাবরই সেনাবাহিনী মোতায়েনের দাবি করা হয়েছে। যদি ইসির পক্ষ থেকে তাদের দাবি আগেই নাকচ করে দেয়া হয়েছে।
×