ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৩০ ডিসেম্বর সমাবেশ

৯ মাসেও উদ্ঘাটিত হলো না তনু হত্যা রহস্য ॥ পরিবারে হতাশা

প্রকাশিত: ০৫:৪৪, ২০ ডিসেম্বর ২০১৬

৯ মাসেও উদ্ঘাটিত হলো না তনু হত্যা রহস্য ॥ পরিবারে হতাশা

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৯ ডিসেম্বর ॥ মঙ্গলবার ৯ মাস পূর্ণ হলো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকা-ের। দীর্ঘ এ সময়ে হত্যা রহস্য উদ্ঘাটন হয়নি। ঘাতকদের শনাক্ত করা কিংবা মামলার তদন্তে দৃশ্যমান কোন অগ্রগতিও নেই। এদিকে যতই দিন যাচ্ছে ততই এ হত্যাকা-ের বিচার পাওয়া নিয়ে তনুর বাবা-মা ও স্বজনদের মাঝে ক্ষোভ ও হতাশা ক্রমেই বাড়ছে। কুমিল্লা সেনানিবাসের ভেতরের একটি জঙ্গল থেকে গত ২০ মার্চ রাতে সোহাগী জাহান তনুর লাশ উদ্ধার করা হয়। পরদিন তার বাবা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক ইয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। থানা পুলিশ ও ডিবি’র পর গত ১ এপ্রিল থেকে মামলাটির তদন্তের দায়িত্ব পায় কুমিল্লা সিআইডি। এদিকে দীর্ঘ ৯ মাসেও তনু হত্যাকা-ের সঙ্গে জড়িতদের শনাক্ত বা গ্রেফতার করতে না পারা, সামরিক-বেসামরিক ৭০ জনের অধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা, দুই দফা ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর সুস্পষ্ট কারণ উল্লেখ করতে না পারা, এমনকি ডিএনএ পরীক্ষায় ৩ ধর্ষণকারীর শুক্রাণু পেলেও এ পর্যন্ত ডিএনএ ম্যাচ করে ঘাতকদের শনাক্ত করতে না পারায় এ মামলার ভবিষ্যত কিংবা বিচার পাওয়া নিয়ে তনুর পরিবার, মানবাধিকার সংগঠনসহ বিভিন্ন মহলে সংশয় দেখা দিয়েছে। গণজাগরণ মঞ্চ-কুমিল্লার সমন্বয়ক খায়রুল আলম রায়হান জানান, তনু হত্যা মামলার কোন অগ্রগতি দেখছি না। ঘাতকদের গ্রেফতার ও বিচার দাবিতে আগামী ৩০ ডিসেম্বর কুমিল্লা নগরীর পূবালী চত্বরে প্রতিবাদী সমাবেশ করা হবে। তনুর বাবা ইয়ার হোসেন সাংবাদিকদের বলেন, তনুর হত্যাকারীরা কী এতটাই শক্তিশালী যে তাদের শনাক্ত করতে হিমশিম খেতে হবে। দেশে ভয়ঙ্কর জঙ্গী গ্রেফতারসহ অনেক চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদ্ঘাটন করা হয়, তাদের সাজাও হচ্ছে। কিন্তু তনুর খুনীরা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। আমরা কোন ব্যক্তি বা সংস্থার বিপক্ষে নই, এ হত্যাকা-ের সাথে যে বা যারাই জড়িত থাকুক না কেন তাদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছি।
×