ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে ২২ প্লাটুন বিজিবি টহল ;###;আজ মধ্যরাতে শেষ হচ্ছে প্রচার

আইভীকে জাপা ও নাসিম ওসমানের সমর্থন, বিজিবি মোতায়েন

প্রকাশিত: ০৫:৪০, ২০ ডিসেম্বর ২০১৬

আইভীকে জাপা ও নাসিম ওসমানের সমর্থন, বিজিবি মোতায়েন

আরাফাত মুন্না/ মোঃ খলিলুর রহমান, নারায়ণগঞ্জ থেকে ॥ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে ভোট গ্রহণের মাত্র দুই দিন আগে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী ডাঃ সেলিনা হায়াত আইভীকে সমর্থন দিয়েছে জাতীয় পার্টি। সোমবার দুপুরে নগরীর ২ নম্বর রেলগেট এলাকায় অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় জাপা নেতারা এ ঘোষণা দেন। অন্যদিকে, সিটি কর্পোরেশন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে সোমবার বিকেল থেকে। একই সঙ্গে র‌্যাবের টহলও দেখা গেছে। গত রাত বারোটার পর থেকে ২৩ ডিসেম্বর সকাল ছয়টা পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় সকল প্রকার মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই সময়ে বহিরাগতদের নারায়ণগঞ্জে প্রবেশের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অপরদিকে, আজ রাত বারোটা ১ মিনিটে শেষ হচ্ছে সকল ধরনের প্রচার। আজ শেষ সময় পর্যন্ত প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন বলে জানিয়েছেন। এই নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীসহ মোট পাঁচ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সাধারণ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নিয়েছেন ১৯৬ প্রার্থী। এদিকে, সোমবারও আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডাঃ সেলিনা হায়াত আইভী ও বিএনপির মেয়র প্রার্থী এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান প্রচারে সারাদিন ব্যস্ত সময় কাটিয়েছেন। ডাঃ সেলিনা হায়াত আইভী প্রচারকালে বলেন, ২২ ডিসেম্বর আমাদের আরেকটা বিজয় হবে ইনশাআল্লাহ। এদিকে এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি মোতায়েন হাস্যকর। আইভীকে জাতীয় পার্টি ও সেলিম ওসমানের সমর্থন ॥ নাসিক নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ডাঃ আইভীকে সমর্থন দিয়েছে জাতীয় পার্টি ও নির্বাচিত নারায়ণগঞ্জ-৫ আসনে জাপা এমপি এ কে এম সেলিম ওসমান। দুটি পৃথক সংবাদ সম্মেলনে তারা এ সমর্থন জানান। নগরীর দুই নম্বর রেলগেট এলাকায় জেলা আওয়ামী লীগ অফিসে এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সাল চিশতি বলেন, আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডাঃ সেলিনা হায়াত আইভীকে সমর্থন দেয়ার জন্য আমরা নারায়ণগঞ্জে এসেছি। এই অঞ্চলের যারা জাতীয় পার্টির সমর্থক আছেন, তাদের আমরা অনুরোধ করব, আপনারা ডাঃ আইভীকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। তিনি বলেন, ডাঃ আইভী একজন দক্ষ এবং কর্মঠ নেত্রী। ওনি বিগত দিনে সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন এবং অনেক উন্নয়ন করেছেন। ওনার অসমাপ্ত কাজগুলো নারায়ণগঞ্জবাসীর স্বার্থেই সমাপ্ত করা প্রয়োজনে তাকে এবারও নির্বাচিত করা প্রয়োজন। তিনি আরও বলেন, যারা ভোটার আছেন তাদের মনে রাখতে হবে এই নির্বাচনে কিন্তু সরকার পরিবর্তন হবে না। সুতরাং উন্নয়নকে ধরে রাখতে, এলাকার অগ্রগতিকে ধরে রাখতে, এলাকায় শান্তি বজায় রাখতে, আপনারা অবশ্যই ডাঃ সেলিনা হায়াত আইভীকে নৌকা মার্কায় ভোট দেবেন। তিনি বলেন, আইভীর বাবা নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম চেয়ারম্যান ছিলেন। আশাকরি আইভীর নেতৃত্বে আগামী দিনে এই নারায়ণগঞ্জ একটি সুন্দর মহানগরীতে পরিণত হবে। সন্ত্রাস ও মাদকমুক্ত নারায়ণগঞ্জ গড়ে তুলবে। তিনি আরও জানান, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতৃবৃন্দকে নিয়ে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে সভা হয়েছে। সেখানে আমাদের মহাসচিব পরিষ্কার নির্দেশ দিয়েছেন ডাঃ আইভীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। যেহেতু বিগত সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জ-৫ আসনে আওয়ামী লীগের কোন প্রার্থী দেননি, সেই সম্মানে জাতীয় পার্টিও সিটি কর্পোরেশনে জাতীয় পার্টিও কোন প্রার্থী দেবে না। আজ থেকে জাতীয় পার্টির সকল নেতাকর্মী আইভীর পক্ষে মাঠে নামবে বলেও মন্তব্য করেন তিনি। সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর, হাজী সাইফুদ্দিন, আহমেদ মিলন, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, আলমগীর শিকদার লোটনসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন। এদিকে সোমবার বিকেল সাড়ে তিনটায় ফতুল্লা রেললাইন এলাকায় অবস্থিত নিজের মালিকানাধীন উইজডম এটায়ার্স গার্মেন্টে এ কে এম সেলিম ওসমান সংবাদ সম্মেলন করেন। জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতারা, যারা আগের সংবাদ সম্মেলনে ছিলেন তারাও এমপি সেলিম ওসমানের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে সেলিম ওসমান নারায়ণগঞ্জে জাতীয় পার্টির সকল নেতাকর্মী ও সমর্থককে ডাঃ আইভীর পক্ষে কাজ করার ও তাকে ভোট দেয়ার আহ্বান জানান। তিনি বলেন, যেকোন একটা সংসারে ভাই-বোনের মধ্যে ভুল বোঝাবুঝি থাকে। আমি চাই আজ থেকে অপরাজনীতির মৃত্যু হোক। ২২ ডিসেম্বর আমাদের আরেকটা বিজয় হবেÑ আইভী ॥ আওয়ামী লীগের প্রার্থী ডাঃ সেলিনা হায়াত আইভী দুপুরে সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশন এলাকায় গণসংযোগকালে বলেন, ২০১১ সালের ৩০ অক্টোবরের সিটি নির্বাচনে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা রক্সাকারী বাহিনী মোতায়েন ছিল। আমি আশা করি এবারও সরকার প্রচুর পরিমাণে প্রশাসনের লোকজন দেবে। বিএনপি প্রার্থী সাখাওয়াত প্রসঙ্গে আইভী বলেন, উনি শুধু অযথা ভয় পাচ্ছেন অথবা উনি শুধু অভিযোগের জন্য অভিযোগ করছেন। আমরা প্রচার চালিয়ে যাচ্ছি। এমন কোন জায়গায় নেই যেখানে উনি প্রচার চালাতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন অথবা ওনাকে কেউ কিছু বলেছে। আইভী বলেন, প্রচারের আর মাত্র একটি দিন বাকি বলা চলে। আমি শুধু নারায়ণগঞ্জবাসীকে বলতে চাই, উৎসবমুখর পরিবেশ এই ১৬-১৭ দিন মানুষ কাটাল। আরও দুদিন যেন উৎসবমুখর পরিবেশ থাকে। ২২ ডিসেম্বর অবশ্যই তারা যেন নির্বিঘেœ, নির্ভয়ে ভোট কেন্দ্রে যায়। উৎসবের আমেজ নিয়ে যেন তারা ভোট দেয়। ইনশা আল্লাহ ২২ ডিসেম্বর আমাদের আরেকটা বিজয় হবে। সাখাওয়াত প্রসঙ্গে আইভী আরও বলেন, উনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। প্রার্থী হিসেবে দুর্বল ভাবার কোন অবকাশ নেই। প্রার্থী যে হোক, সে প্রার্থীই যখন কেউ নির্বাচন করতে আসে। আইভীর গণসংযোগ ॥ আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডাঃ সেলিনা হায়াত আইভী (নৌকা) সোমবার সকালে সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ডে ও পরে ১৪ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন। প্রথমে ডাঃ আইভী ৫ নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ বিদ্যুত কেন্দ্রের আবাসিক এলাকায় গণসংযোগ করেন। এ সময় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়াসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিকেলে ১৪ নম্বর ওয়ার্ডের ইন্দিপাড়া, টানবাজার, উকিলপাড়া, পশ্চিম দেওভোগসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এ সময় আইভী গণসংযোগ করতে গেলে ভোটাররা ফুল দিয়ে স্বাগত জানান। আইভী আপার মার্কা নৌকা, নৌকা। এ সময় নারী ভোটারদের সঙ্গে আইভীকে কুশল বিনিময় করতে দেখা যায়। গণসংযোগের সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি মোতায়েন হাস্যকরÑ মন্তব্য সাখাওয়াতের ॥ সিটি নির্বাচনে সোমবার থেকে মাঠে নেমেছে ২২ প্লাটুন বিজিবি। বিজিবি সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজ করবেন। এদিকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি মোতায়েন করাকে হাস্যকর বলে মন্তব্য করেছেন বিএনপিদলীয় মেয়র প্রার্থী এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন। সোমবার সকাল সাড়ে ৯টায় নগরীর মিশনপাড়া, চাষাঢ়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। ২৫ প্রতিশ্রুতি সাখাওয়াতের ॥ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে ভোটারদের হোল্ডিং ট্যাক্স কমানো, আবর্জনা ও সন্ত্রাস-মাদকমুক্ত নগর প্রতিষ্ঠাসহ ২৫ দফা প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান। সোমবার বিকেলে শায়েস্তা খান রোডে প্রধান নির্বাচনী ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে তিনি এ প্রতিশ্রুতিগুলোর ঘোষণা দেন। বিএনপি প্রার্থীর প্রথম প্রতিশ্রুতি হচ্ছেÑ সিটি কর্পোরেশন পরিচালনার জন্য দলমত নির্বিশেষে সকল ধর্ম, বর্ণ ও পেশার লোকদের সমন্বয়ে উপদেষ্টা কাউন্সিল গঠন। বিজয়ী হলে এ উপদেষ্টা পরিষদের কাছ থেকে ২৫ দফার বাইরে আরও যেসব পরামর্শ আসবে সে অনুসারে আধুনিক ও বাসযোগ্য নগরী গড়ার কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন সাখাওয়াত। এক প্রশ্নে তিনি বলেন, হোল্ডিং ট্যাক্স কমানো এবং সন্ত্রাস, মাদক ও ময়লা-আবর্জনামুক্ত নগর ঘোষণা হবে আমার অগ্রাধিকার। এ সময় অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক গয়েশ্বর চন্দ্র রায়, কেন্দ্রীয় নেতা হাফিজউদ্দীন আহমেদ, আমানউল্লাহ আমান, খায়রুল কবির খোকন, শামা ওবায়েদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির প্রমুখ উপস্থিত ছিলেন। কল্যাণ পার্টি প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার ॥ সংবাদ সম্মেলনে নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন কল্যাণ পার্টির মেয়র প্রার্থী রাশেদ ফেরদৌস। এ সময় তিনি বলেন, আমাদের দল কল্যাণ পার্টি ২০ দলীয় জোটের অন্তর্ভুক্ত একটি দল। কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম এবং জোটের নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান জানিয়ে আমি প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিচ্ছি। এখন থেকে তিনি ধানের শীষের প্রার্থীর পক্ষে প্রচার ও অন্যান্য কাজে যোগ দেবেন বলে সাংবাদিকদের জানান রাশেদ ফেরদৌস। আজ মধ্যরাত থেকে প্রচার বন্ধ ॥ নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মঙ্গলবার মধ্যরাত থেকে সকল ধরনের নির্বাচনী প্রচার বন্ধ থাকবে। আগামী ২২ ডিসেম্বর এ সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ৫ ডিসেম্বর মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু হয়। এরপর থেকে ২০১ জন মেয়র ও কাউন্সিলর প্রার্থী নির্বাচনী মাঠ চষে বেড়িয়েছেন। এদিকে এই প্রথম দলীয় প্রতীকে মেয়র নির্বাচন হওয়ায় আওয়ামী লীগের প্রার্থী ডাঃ আইভী ও বিএনপির প্রার্থী সাখাওয়াতের পক্ষে তাদের রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে তাদের প্রার্থীদের পক্ষে নানামুখী প্রচার চালান। তারাও সোমবার মধ্যরাত থেকে আর প্রচার চালাতে আসতে পারবেন না। এছাড়াও সোমাবার মধ্যরাত থেকে বহিরাগতদের অবস্থান ও মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার বক্তব্য ॥ রিটার্নিং কর্মকর্তা নূরুজ্জামান তালুকদার বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যার যার দায়িত্বে রাখা হয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় প্রায় সাড়ে ৫ হাজার ফোর্স থাকবে। সেখানে র‌্যাব, বিজিবি, পুলিশ, আনসার, নৌপুলিশ, কোস্টগার্ড ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশসহ সাতটি বাহিনী থাকবে। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করবেন মূলত স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল ফোর্স হিসেবে। তিনি আরও বলেন, মঙ্গলবার থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি মাঠে নামবে। সোমবারই র‌্যাব, বিজিবি মোতায়েন হয়ে গেছে। ৪ হাজার ফোর্স থাকবে প্রিসাইডিং অফিসারের সঙ্গে কেন্দ্রের স্থায়ী ফোর্স হিসেবে। আমরা নিরাপত্তার বিষয়টি যেভাবে নিশ্চিত করাতে চেয়েছিলাম, আশা করছি সেভাবে করতে পেরেছি। তিনি জানান, ২২ প্লাটুন বিজিবির মধ্যে সিদ্ধিরগঞ্জে ১২ প্লাটুন, সদরে থাকবে ৭ প্লাটুন ও বন্দরে থাকবে ৫ প্লাটুন। প্রতিটি প্লাটুনে থাকবেন ২০ সদস্য। বিজিবি ও র‌্যাবের টহল শুরু ॥ বিকেল সাড়ে চারটা থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় বিজিবি টহল দেয়া শুরু করেছে। এছাড়া নারায়ণগঞ্জের চাষাঢ়া মোড়সহ নগরীর বিভিন্ন এলাকায় র‌্যাবের টহলও দেখা গেছে। মিছিল করায় কাউন্সিলর প্রার্থীকে জরিমানা ॥ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে মিছিল করার দায়ে ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আওয়ামী লীগ সমর্থক আব্দুর রহিমকে (মিষ্টি কুমড়া) ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্র্রেট রোজিনা আক্তার। সোমবার সন্ধ্যা সাতটার দিকে তাকে জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের জানান, প্রার্থী আব্দুর রহিমের নেতৃত্বে জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে মিছিল করায় কাউন্সিলর প্রার্থী আব্দুর রহিমকে জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
×