ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিইউতে বাল্যবিয়ে ॥ সাম্প্রতিক উন্নয়ন শীর্ষক সেমিনার

প্রকাশিত: ০৪:১১, ২০ ডিসেম্বর ২০১৬

বিইউতে বাল্যবিয়ে ॥ সাম্প্রতিক উন্নয়ন শীর্ষক সেমিনার

বাংলাদেশ ইউনিভার্সিটি (বিইউ) এর আইন বিভাগের উদ্যোগে “বাংলাদেশে বাল্যবিবাহ: সাম্প্রতিক উন্নয়ন” শীর্ষক এক সেমিনার শনিবার ইউনিভার্সিটি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক তাসলিমা ইয়াসমিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সম্মানিত সদস্য নূরুন নাহার ওসমানী। মূল বিষয়ের উপর আলোচনায় অংশ নেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক নুর খান লিটন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ বেলাল হোসেন, নারী পক্ষের প্রকল্প পরিচালক রওশন আরা, আইন ও সালিশ কেন্দ্রের সিনিয়র উপ-পরিচালক নীনা গোস্বামী এবং বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির প্রকল্প ব্যবস্থাপক মিতালী জাহান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি ইঞ্জি: এম.এ. গোলাম দস্তগীর। -বিজ্ঞপ্তি নর্দান বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের বাণিজ্য অনুষদের ওরিয়েন্টেশান রবিবার অনুষ্ঠিত হয়। বাণিজ্য অনুষদের ডিন প্রফেসর মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন । অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার আনোয়ার হোসাইন, সাবেক উপাচার্য প্রফেসর ড. এম শামছুল হক। বিভাগীয় প্রধান ড. একরামুল ইসলাম, সহযোগী অধ্যাপক লুৎফর রহমান ও এডিশনাল রেজিস্ট্রার ফাইজুল্লাহ কৌশিকসহ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি।
×