ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নাটোরে জমি ফেরত চাওয়ায় বিধবাকে নির্যাতন

প্রকাশিত: ০৪:১১, ২০ ডিসেম্বর ২০১৬

নাটোরে জমি ফেরত চাওয়ায় বিধবাকে নির্যাতন

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৯ ডিসেম্বর ॥ নিজের জমি ফেরত চাওয়ায় বিজয় দিবসের দিনে বিধবা লতিফাকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে। ভাসুরের বিরুদ্ধে ১০ মণ ধান ও ৮০ হাজার টাকাসহ লক্ষাধিক টাকার মামলাল লুট করে নেয়ার অভিযোগ করেছেন ওই বিধবা। নির্যাতনের পর ওই বিধবাকে চিকিৎসা না দিয়ে নিজের ঘরে আটকে রেখে প্রাণনাশের হুমকি-ধমকি দেয়া হয়। ওই দিন রাতেই গুরুতর আহত অবস্থায় বন্দীদশা থেকে কোন রকমে পালিয়ে জীবন রক্ষা করেন তিনি। পরে ছোট বোনের সহযোগিতায় রবিবার দুপুরে চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হন তিনি। ১৬ ডিসেম্বর সন্ধ্যায় নাটোরের লালপুরের নাওদাড়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রাণনাশের হুমকি-ধমকির মুখে এখন পর্যন্ত মামলা দায়ের করতে পারেননি লতিফা। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন লতিফা। লতিফার মেয়ে শিউলি বেগম জানান, নাটোরের লালপুরের কদিমচিলান ইউনিয়নের নাওদাড়া গ্রামের মৃত বিচ্ছাদ ম-লের বিধবা স্ত্রী লতিফা বেওয়ার কাছ থেকে ১৫-১৬ বছর আগে জোরদবরদস্তি করে প্রায় সাড়ে চার বিঘা জমি কেড়ে নেয় তারই ভাসুর ইসাহাক ম-ল ও ইফাজ ম-ল। স্বামীর ন্যায্য জমি না পেয়ে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছিলেন তিনি। পেট চালাতে বেছে নেন অন্যের জমিতে মজুরি বিক্রির কাজ। তিনি মজুরি বিক্রি করেই একমাত্র মেয়ে শিউলির বিয়ে দিলে এসাহাক ও ইফাজ ম-ল ভাতিজি শিউলিকে প্রায় দেড় বিঘা জমি ফেরত দেন। তবে বাকি জমি নিজেদের কাছেই রেখে দেন তারা। স্বামীর মৃত্যুর পর বিভিন্ন সময় তার রেখে যাওয়া সম্পত্তি ফেরত চাইলে নানা অজুহাতে লতিফাকে বারবার ফিরিয়ে দিচ্ছিল। দীর্ঘদিন ধরেই এ নিয়ে উভয়ের মধ্যে কলহ বিবাদ চলে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১৬ ডিসেম্বর সন্ধ্যায় এসাহাক ম-ল ও ইফাদ ম-ল সহযোগীদের সঙ্গে নিয়ে বিধবা লতিফা বেগমের বাড়িতে হানা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে বাক-বিত-ার একপর্যায়ে তারা লতিফার ওপর চড়াও হয় এবং বাঁশের তৈরি মুগুর দিয়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর অংশে আঘাত ও লাথি মারে। মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। জ্ঞান ফিরলে রাতেই থানায় মামলা করতে চাইলে তাকে বাধা দিয়ে তার ঘরেই আটকে রাখে। পরে ভোরে কোনরকমে বন্দীদশা থেকে পালিয়ে বোনের বাড়িতে আশ্রয় নেন লতিফা।
×