ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিশু ও পোশাককর্মীসহ ৫ লাশ উদ্ধার

বন্ধুর ছুরিকাঘাতে খুন

প্রকাশিত: ০৪:১০, ২০ ডিসেম্বর ২০১৬

বন্ধুর ছুরিকাঘাতে খুন

জনকণ্ঠ ডেস্ক ॥ ভালুকায় বন্ধুর ছুরিকাঘাতে খুন হয়েছে বন্ধু। মীরসরাইয়ে শিশু, চট্টগ্রামে পোশাককর্মী ও গৃহবধূ, সিলেটে যুবক ও ঝিনাইদহে ট্রাক হেলপারের লাশ উদ্ধার করে পুলিশ। স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের পাঠানো খবর : ভালুকা, ময়মনসিংহ ॥ খুজিবাড়ী এলাকায় রবিবার সন্ধ্যায় বন্ধুর ছুরির আঘাতে রেজাউল করীম রাজিব খুন হয়েছে। জানা যায়, ভালুকা ডিগ্রী কলেজ এলাকার অবসরপ্রাপ্ত স্বাস্থ্য সহকারী আব্দুল মতিনের ছেলে রেজাউল করীম রাজিবকে (২৫) তার বন্ধু ভান্ডাব গ্রামের আজমল হকের (মতিউর) ছেলে তুষার ঘটনার সময় সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসংলগ্ন খুজিবাড়ী এলাকার নিউ স্কয়ার ক্লিনিকের পেছনে ছুরি দিয়ে আঘাত করে রাস্তার পাশে কচুক্ষেতে ফেলে দেয়। রাজিবের চিৎকারে আশপাশের লোকজন উদ্ধার করে গুরুত্বর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদসহ পুলিশের একটি দল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায় এবং নিহতের লাশ উদ্ধার করে। এ ঘটনায় রাতেই ইসমাইল, দুলাল, টিটো ও রাসেকে আটক করেছে পুলিশ। মীরসরাই, চট্টগ্রাম ॥ ধূম ইউনিয়নে মাহমুদুল ইসলাম রোহান নামে তিন বছর বয়সের শিশু খুন হয়েছে। রবিবার সন্ধ্যায় বাড়ির পাশে ডোবা থেকে ওই শিশুর লাশ উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। পুলিশ রাতেই শিশুটির সৎমাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। উপজেলার ধূম ইউনিয়নের নাহেরপুর গ্রামের কানু মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটে। রোহানের মা রুমা আক্তার জানান, শনিবার রাতে তার স্বামী নজরুল ইসলামের সঙ্গে সতিন সুমি আক্তারের ঝগড়া হয়। রাতে সবাই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রোহান উঠানে খেলা করছিল। কিন্তু বেলা ১১টা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ সময় তার সৎমা সুমি আক্তারকে জিজ্ঞাসা করলে রোহান ঘরের ভেতরে খেলা করছিল বলে জানায়। কিন্তু ঘরের ভেতর রোহানকে না পেয়ে অনেকের সন্দেহ হওয়ায় কেউ কেউ ডোবায় খুঁজতে থাকে। পরে সন্ধ্যায় ডোবা থেকে রোহানের লাশ উদ্ধার করা হয়। শিশু রোহানের মা রুমা আক্তার অভিযোগ করেন, সতিন সুমিই রোহানকে গলাটিপে হত্যা করে ডোবায় ফেলে দিয়েছে। চট্টগ্রাম ॥ নগরীর পাঁচলাইশ থানার মোহাম্মদপুর এলাকা থেকে এক পোশাককর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া নগরীর কদমতলী এলাকায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে এক নারীর। রবিবার রাতে ও সোমবার সকালে এ দুটি ঘটনা ঘটে। সূত্র জানায়, রবিবার রাতে রহস্যজনক মৃত্যু হয় লিপি আক্তার (২৩) নামের পোশাককর্মীর। সোমবার দুপুর ১২টার দিকে পুলিশ ওই এলাকার তুলার গুদাম থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। লিপি আক্তার কালুরঘাট এলাকায় বেইস টেক্সটাইল লিমিটেডে সুইং অপারেটর হিসেবে কাজ করতেন। তার স্বামী জহিরুল ইসলাম ওরফে জয় মাহমুদ মালয়েশিয়ায় থাকেন। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর এলাকায়। পাঁচলাইশের মোহাম্মপুর এলাকায় লিপি থাকতেন তার বোনের সঙ্গে একই বাসায়। রবিবার রাত ১০টার দিকে লিপি তার স্বামীর সঙ্গে টেলিফোনে কথা বলতে বলতে বেরিয়ে যান। রাত ১১টার দিকে তাকে ভাত খাওয়ার জন্য ডাকা হলে কিছুক্ষণ পরে আসছেন বলে জানান। কিন্তু এরপরও ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেন। সকালে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ বাসার কাছাকাছি তুলার ছোট গুদাম থেকে লিপির মরদেহ উদ্ধার করে। এদিকে সোমবার বেলা ১১টার দিকে নগরীর কদমতলী এলাকায় ট্রেনে কাটা পড়ে মারা গেছেন শামসুন্নাহার (৫০)। তিনি তার সন্তানকে নিয়ে রেললাইন অতিক্রম করছিলেন। ঢাকামুখী কর্ণফুলী এক্সপ্রেসের চাকায় কাটা পড়েন এই নারী। তার স্বামী বাচ্চু মিয়া কুমিল্লার নাঙ্গলকোট এলাকার বাসিন্দা। তিনি মানসিক ভারসাম্যহীন। শামসুন্নাহার সন্তান নিয়ে নগরীর সুপারিওয়ালা পাড়ায় ভাড়া বাসায় বসবাস করতেন। সিলেট ॥ সোমবার সকাল ৯টায় কোম্পানীগঞ্জ পাথর কোয়ারি থেকে জামাল উদ্দিন (৩০) নামে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত জামাল উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের লামাগ্রামের জালাল মিয়ার ছেলে। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ঝিনাইদহ ॥ শৈলকুপায় নিখোঁজের চার দিন পর সঞ্জয় সাহা (২৭) নামে ট্রাক হেলপারের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেল ৩টার দিকে বাড়ির পেছনের পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। সঞ্জয় সাহা শৈলকুপা পৌরসভার উত্তরপাড়ার নারায়ণ সাহার ছেলে। শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম জানান, শুক্রবার থেকে সঞ্জয় নিখোঁজ ছিলেন। রবিবার তার চাচাত ভাই টনি সাহা শৈলকুপা থানায় জিডি করেন। সোমবার বিকেলে বাড়ির পাশে পুকুরে সঞ্জয় সাহার মৃতদেহ দেখে লোকজন পুলিশে খবর দেয়। তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
×