ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় নিহত ৬ ॥ চার পুলিশ আহত

প্রকাশিত: ০৪:০৯, ২০ ডিসেম্বর ২০১৬

সড়ক দুর্ঘটনায় নিহত ৬ ॥ চার পুলিশ আহত

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় কক্সবাজারে শিশু, ঈশ্বরদীতে সিএনজি চালক, টাঙ্গাইলে মোটরসাইকেল আরোহী ও পিকআপ চালক, ফরিদপুরে দিনমজুর ও মাধবপুরে বৃদ্ধ নিহত হয়েছে। এছাড়া সিরাজগঞ্জে এসআইসহ গুরুতর আহত হয়েছে চার পুলিশ। স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের পাঠানো খবর : কক্সবাজার ॥ উখিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত ও অপর এক শিশু আহত হয়েছে। সোমবার সকাল ৭টায় জালিয়া পালং সোনারপাড়া এলজিডি সড়কের নিদানিয়া ও মেরিন ড্রাইভে সেনাবাহিনীর ক্যাডেট কলেজের সামনে পৃথক এ ঘটনা ঘটে। জানা গেছে, নিহত শিশু সকালে রাস্তার পাশে খেলা করার সময় ব্যাটারিচালিত টমটম এসে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতাল নেয়ার পথে মারা যায়। নিহত শাকিবুল হাসান বাপ্পী রাজাপালং সাদৃকাটার নুরুল হাকিমের ছেলে। এদিকে একই দিন সকাল ১১টায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে বাংলাদেশ সেনা বাহিনীর ক্যাডেট কলেজের সামনে পর্যটকবাহী মাইক্রোবাসের ধাক্কায় ইসলাম নামে শিশু আহত হয়। ঈশ্বরদী ॥ কুষ্টিয়া ঢাকা মহাসড়কের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ নির্মাণ প্রকল্পের গেটের সামনে যাত্রীবাহী কোচের ধাক্কায় সিএনজি চালক মেহেদি (২২) নিহত হয়েছে। সে কুষ্টিয়া জেলার কুমারখালি নিয়ামতবাড়ি গ্রামের ভদ্র আলীর ছেলে। সোমবার সকাল নয়টায় এ সড়ক দুর্ঘটনা হয়। পুলিশ জানায়, হানিফ পরিবহনের যাত্রীবাহী কোচ ঢাকা থেকে কুষ্টিয়া যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা সিএনজিকে ধাক্কা দেয়। টাঙ্গাইল ॥ পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। এসব ঘটনায় চারজন আহত হয়েছে। আহতদের টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল ও বিকেলে এসব ঘটনা ঘটে। জানা গেছে, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা কাঠ বোঝাই পিকআপ ভ্যান সকাল ৮টার দিকে আনালিয়াবাড়ী এলাকায় বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক মারা যায়। নিহত চালক মুকছেদুল আলমের (৩২) বাড়ি গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার উড়িয়া এলাকায়। আহত হয় পিকআপের একজনসহ বাসের চার যাত্রী। অপরদিকে সোমবার বিকেলে টাঙ্গাইল-বাসাইল সড়কের বিয়ালা এলাকায় ট্রাক চাপায় আলমাছ (২৮) নামের মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তার বাড়ি মির্জাপুর উপজেলার ইসমাইলপুর এলাকায়। ফরিদপুর ॥ মধুখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আলম শেখ (৪০)। সোমবার দুপুর পৌনে দুইটার দিকে মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের ঘোপঘাটে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলম শেখ মাগুরা জেলার শ্রীপুর উপজেলার রায়নগর গ্রামের আমজাদ শেখের ছেলে। জানা যায়, সোমবার দুপুর পৌনে দুইটার দিকে শ্যালো ইঞ্জিনচালিত তিন চাকার মিনি ট্রাক মাগুরা থেকে ইট নিয়ে মধুখালী যাচ্ছিল। ঘোপঘাট এলাকায় খুলনাগামী এ কে পরিবহনের দ্রুতগামী বাসকে সাইড দিতে গিয়ে ওই মিনি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এর ফলে ওই ট্রাকের যাত্রী দিনমজুর আলম ঘটনাস্থলেই নিহত হন। মাধবপুর, হবিগঞ্জ ॥ রতনপুর ওভার ব্রিজের নিচ থেকে সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাত বৃদ্ধের (৬৫) লাশ উদ্ধার করেছে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ। পুলিশ জানায়, সোমবার সকালে সড়ক দুর্ঘটনায় নিহত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। সিরাজগঞ্জ ॥ ঘনকুয়াশায় সোমবার শেষ রাতে উত্তরবঙ্গ মহাসড়কের রায়গঞ্জের ১৬ মাইল এলাকায় দুর্ঘটনায় এক এসআইসহ ৪ পুলিশ গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন এসআই আসফাকুর রহমান, কনস্টেবল আব্দুল গফুর, গোলাম শফি ও পিকআপ চালক রফিকুল ইসলাম। আহতদের প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ৩ জনকে ঢাকা মেডিক্যাল ও পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
×