ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভৈরবে তিন মাস পর শিশুর লাশ উত্তোলন

প্রকাশিত: ০৪:০৯, ২০ ডিসেম্বর ২০১৬

ভৈরবে তিন মাস পর শিশুর লাশ উত্তোলন

নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ১৯ ডিসেম্বর ॥ চন্ডিবের এলাকায় ফাহিম নামে পঞ্চম শ্রেণীর শিশু শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আদালতের নির্দেশে সোমবার দুপুরে তিন মাস পর কবর থেকে নিহত শিশুর লাশ উত্তোলন করা হয়েছে। এ সময় নির্বাহী ম্যজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চিত্রা শিকারী। নিহতের পরিবারের অভিযোগ, জায়গা-সম্পত্তি নিয়ে ফাহিমের বাবা সায়েম মিয়ার সঙ্গে তার মা ও ভাই-বোনের বিরোধ চলে আসছে। এরই জের ধরে ফাহিমকে চলতি বছরের ৫ মে তার দাদু, কাকা ও চাচিসহ বেশ কয়েক জন মিলে বেধরক পিটিয়ে আহত করে। পরে তার অবস্থা বেগতিক দেখে ফাহিমের মা-বাবা তাকে ঢাকা বঙ্গবন্ধু শিশু হাসপাতালে ভর্তি করে। সেখানে তার দেহে ক্যান্সার ধরা পড়ে। প্রায় চার মাস চিকিৎসাধীন অবস্থায় ২২ সেপ্টেম্বর হাসপাতালে সে মারা যায়। পরে ফাহিমের মা আসমা বেগম বাদী হয়ে তার শ্বাশুড়ি নাজিরা খাতুনকে প্রধান আসামি করে দেবর ও জাসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় ২৬ নবেম্বর হত্যা মামলা দায়ের করেন। এদিকে পিটিয়ে হত্যার অভিযোগ অস্বীকার করেন নিহত ফাহিমের দাদু ও চাচাসহ তার স্বজনরা। তাদের দাবি সম্পত্তির লোভে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। লৌহজংয়ে মুক্তিযোদ্ধাদের মিলনমেলা স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজংয়ের বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা আবুল বাসারকে সংবর্ধনার দেয়া হয়েছে। সোমবার সকালে ‘কাজির পাগলা মুক্তিযোদ্ধা ইউনিট কল্যাণ সংস্থা’ এ সংবর্ধনার আয়োজন করে। পরে এটি পরিণত হয় মুক্তিযোদ্ধাদের মিলন মেলায়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মহাসচিব (অর্থ ও পরিকল্পনা) নির্বাচিত হওয়ায় তাঁকে এ সংবর্ধনা দেয়া হয়। এছাড়া অনুষ্ঠানে আট মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়। প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মহাসচিব (প্রশাসন) এমদাদ হোসেন মতিন। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক এবিএম সুলতান আহমেদ। সভাপতিত্ব করেন কাজির পাগলা মুক্তিযোদ্ধা ইউনিট কল্যাণ সংস্থার সভাপতি কমান্ডার মীর মোশারফ হোসেন। বার্ষিক পুরস্কার বিতরণ নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর, নেত্রকোনা, ১৯ ডিসেম্বর ॥ দুর্গাপুর পৌরসদরে নান্দনিক পরিবেশে শিশু বিদ্যাপিঠ দি চাইল্ড প্রিপারেটরি স্কুলের বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে সোমবার। স্কুলের শিক্ষক শিপন আহম্মেদ ও সাইফুল ইসলামের সঞ্চালনায় স্কুলের হেড অব দ্য প্রোগ্রাম দেবী মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ। আলোচনা শেষে কবিতা পাঠ, নৃত্যানুষ্ঠান ও গান পরিবেশন করে স্কুলের ছাত্রছাত্রী। যৌন হয়রানি রোধে মতবিনিময় নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১৯ ডিসেম্বর ॥ যৌন হয়রানি ও বাল্যবিয়ে নিমূলকরণে সংবাদকর্মীদের অবহিতকরণে সোমবার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পাবনা প্রেসক্লাব ভিআইপি অডিটরিয়ামে এ মতবিনিময়ের উদ্বোধন করেন প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক শিবজিৎ নাথ। অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাকসুদা বেগম সিদ্দিকা, পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আখিনুল ইসলাম রেমন, জেলা ব্র্যাক কর্মকর্তা আল-মাসুর রহমান, ব্র্যাক সিনিয়র সেক্টর স্পেসালিস্ট মীর শামসুল আলম।
×