ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভোলায় মুক্তিযোদ্ধা ও উত্তরসূরিদের সংবর্ধনা

প্রকাশিত: ০৪:০৮, ২০ ডিসেম্বর ২০১৬

ভোলায় মুক্তিযোদ্ধা ও উত্তরসূরিদের সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১৯ ডিসেম্বর ॥ মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা, পুলিশ মুক্তিযোদ্ধা, সাংবাদিক মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান তিন সাংবাদিককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ লাইনসে প্রথমবারের মতো এ সংবর্ধনা দেয়া হয়। পুলিশ সুপার মোকতার হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান আবদুল মমিন টুলু। বিশেষ অতিথি ছিলেন কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন ইকরাম হোসেন চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহমুদ, ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন সাবেক সিভিল সার্জন মুক্তিযোদ্ধা ডাঃ ফরিদ আহাম্মদ, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন, ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, প্রবীণ সাংবাদিক এমএ তাহের, অধ্যক্ষ রুহুল আমিন জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, আনোয়ার হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, ভোলা চেম্বার এ্যান্ড কমার্সের পরিচালক শফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে জেলার ৪০ বীর মুক্তিযোদ্ধা, ৯ মুক্তিযোদ্ধা পুলিশ, মুক্তিযোদ্ধা সাংবাদিক ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান ও বিটিভির প্রতিনিধি এমএ তাহের ও মুক্তিযোদ্ধার উত্তরসূরি সাংবাদিকতায় বিশেষ ভূমিকা রাখায় দৈনিক জনকণ্ঠের হাসিব রহমান, একাত্তর টিভির প্রতিনিধি কামরুল ইসলাম ও চ্যানেল টুয়ান্টিফোরের প্রতিনিধি আদিল হোসেন তপুকে সংবর্ধনা প্রদান করা হয়। জেল থেকে বেরিয়ে জঙ্গীরা ফের সক্রিয় হচ্ছে স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সাজা ভোগ করে জেল থেকে ছাড়া পেয়ে পুরনো জঙ্গীরা আবারও তৎপর হতে শুরু করেছে। তাদের ওপর পুলিশের নজরদারি রয়েছে। তবে শুধুমাত্র পুলিশ দিয়ে জঙ্গী মোকাবেলা সম্ভব নয়। জঙ্গী সমস্যা সমাধানে সকলকে এগিয়ে আসতে হবে, সাধারণ মানুষকে সচেতন হতে হবে। এছাড়া মিয়ানমারের রোহিঙ্গা ইস্যু টেনে এনে উস্কানির মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টাও চলছে। সোমবার সকালে সার্কিট হাউসে অনুষ্ঠিত বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির সভায় কথাগুলো বলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম। বিভাগীয় কমিশনার রুহুল আমীনের সভাপতিত্বে এ সভায় আরও ছিলেন কোস্টগার্ড পূর্ব জোনের কমান্ডার শহীদুল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শঙ্কর রঞ্জন সাহা। গুরুত্বপূর্ণ এ সভায় জঙ্গী ও সন্ত্রাস পরিস্থিতি এবং নাসিরনগরের ঘটনা ও সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্যসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। কিশোরের ৫ টুকরা লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ১৯ ডিসেম্বর ॥ অজ্ঞাত (১৪) কিশোরের পাঁচ টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার কদমপুর এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কের পাশ থেকে লাশের কাটা মাথা ও পায়ের কিছু অংশ উদ্ধার করা হয়। পরে একই থানাধীন চর গুলগলিয়া এলাকা থেকে ওই কিশোরের বুক থেকে পেটের অংশ ও দুই পায়ের বাকি অংশ ও একটি পায়ের পাতা উদ্ধার করা হয়।
×