ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

২০১৭ সালে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস পাবে

প্রকাশিত: ০৪:০৬, ২০ ডিসেম্বর ২০১৬

২০১৭ সালে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস পাবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ আসছে ২০১৭ সালে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি হ্রাস পাবে বলে আভাস দিয়েছে দেশটির সরকারী এক গবেষণা প্রতিষ্ঠান। সোমবার সরকারী ওই গবেষণা প্রতিষ্ঠান হুঁশিয়ার করেছে, আলোচ্য সময় ইউয়ানয়ের দরপতন অব্যাহত থাকবে। চায়না একাডেমি অব সোশ্যাল সায়েন্স বলেছে, আগামী বছর দেশটির প্রবৃদ্ধি হবে গড়ে ৬ দশমিক ৪৫ শতাংশ। এর মধ্যে প্রথম দুই প্রান্তিকে হবে ৬.৫ শতাংশ করে আর শেষের দুই প্রান্তিকে হবে ৬.৪ শতাংশ হারে। আর এ সময় ইয়ানের দর আরও ৩ থেকে ৫ শতাংশ নেমে যেতে পারে বলে আশঙ্কা করছেন বাণিজ্য মন্ত্রণালয়ের গবষেক জিন বসোং। উল্লেখ্য, চলতি ২০১৬ সালে ডলারের বিপরীতে ইউয়ানের দাম ৬ শতাংশ নেমেছে। জিন বসোং বলেছেন, ইউয়ানের দরপতনের কারণে ২০১৭ সালে চীনের রফতানি ৪ থেকে ৬ শতাংশ বাড়বে। এছাড়া আমদানি বাড়বে ২ থেকে ৪ শতাংশ। চট্টগ্রামে রিহ্যাব ফেয়ার আয়োজনে চুক্তি স্বাক্ষর আগামী ৮-১১ ফেব্রুয়ারি পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে-ভিউ-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার-২০১৭’। এ উপলক্ষে রিহ্যাব ও হোটেল রেডিসন ব্লু চট্টগ্রামের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিপত্রে স্বাক্ষর করেন রিহ্যাব ভাইস প্রেসিডেন্ট এবং চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কইয়ূম চৌধুরী এবং রেডিসন ব্লুর জেনারেল ম্যানেজার রবিন এডওয়ার্ডস। এ সময় আরও উপস্থিত ছিলেন- রিহ্যাবের পরিচালক এবং চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-১ ওমর ফারুক, রিহ্যাবের পরিচালক এবং চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-২ প্রকৌশলী মোহাম্মদ দিদারুল হক চৌধুরী, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য মোহাম্মদ কামাল উদ্দিন, এএসএম আবদুল গাফফার মিয়াজী, মোহাম্মদ জাফর, রিহ্যাব চট্টগ্রাম রিজিয়ওনাল অফিসের ম্যানেজার বার্নার্ড বাবুল, রেডিসন ব্লুর হেড অব সেলস জাহান জেব আলম প্রমুখ। -অর্থনৈতিক রিপোর্টার যশোরের ৬ সর্বোচ্চ রেমিটেন্স পাঠানো ব্যক্তিকে সম্মাননা প্রবাসে কর্মরত যশোরের ৬ জন সর্বোচ্চ রেমিটেন্স পাঠানো ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়েছে। যশোর জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে রবিবার সকালে স্থানীয় সিসিটিএস মিলনায়তনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের এ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন ইসলামী ব্যাংক যশোরের এ্যাকাউন্টধারী সৌদি আরবে কর্মরত ইয়াকুব আলী সরদার, সৌদি আরবে কর্মরত মুহিব্বুল আযম ও দুবাইয়ে কর্মরত ওয়ায়েজ কুরুনী এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড যশোরের এ্যাকাউন্টধারী ইটালিতে কর্মরত খায়রুল তরফদার, ইটালিতে কর্মরত সঞ্জয় সাহা ও কানাডায় কর্মরত রহমান আশরাফুর। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক রাহেনুর ইসলাম। -স্টাফ রিপোর্টার, যশোর অফিস
×