ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্লক মার্কেটে ৪৩ কোটি টাকা লেনদেন

প্রকাশিত: ০৪:০৩, ২০ ডিসেম্বর ২০১৬

ব্লক মার্কেটে ৪৩ কোটি টাকা লেনদেন

ব্লক মার্কেটে সোমবার মোট ৮ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো মোট ১ কোটি ২৫ লাখ ৯৮ হাজার ৬৪২ শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৪৩ কোটি ২৮ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, সোমবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে সোস্যাল ইসলামী ব্যাংক। এই ব্যাংক ৯৯ লাখ ১৩ হাজার ৯৪২টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ১৬ কোটি ৯৫ লাখ টাকা। ডেল্টা ব্র্যাক হাউজিং (ডিবিএইচ) ১৭ লাখ ৫০ হাজার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ১৭ কোটি ৫০ লাখ টাকা। আরএকে সিরামিক ৭ লাখ শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ৪ কোটি ১৫ লাখ টাকা। ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফরচুন সুজ, লংকাবাংলা ফিন্যান্স, অলিম্পিক ইন্ডাস্ট্র্রিজ, আরএসআরএম স্টিল ও শাহজিবাজার পাওয়ার কোম্পানি। -অর্থনৈতিক রিপোর্টার মার্জিন ঋণধারীদের তালিকা চাইল জিপিএইচ ইস্পাত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত ব্রোকারেজ হাউজগুলোর কাছে মার্জিন ঋণধারীদের তালিকা চেয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটি ব্রোকারেজ হাউজগুলোর কাছে মার্জিন ঋণধারীদের নাম, বিও হিসাবের তথ্য, ই-টিআইএন এবং শেয়ারহোল্ডিং পজিশন নম্বর চেয়েছে। ব্রোকারেজ হাউজগুলোকে আগামী ২২ ডিসেম্বরের আগেই এসব তথ্য ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে। -অর্থনৈতিক রিপোর্টার
×