ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিনিয়োগ কৌশল বদলান না বিল গেটস

প্রকাশিত: ০৪:০৩, ২০ ডিসেম্বর ২০১৬

বিনিয়োগ কৌশল বদলান না বিল গেটস

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফটের ভিত গড়তে গিয়ে কলেজ ছাড়তে হয় বিল গেটসের। ১৯৭৩ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি; স্যাট পরীক্ষায় ১৬০০ নম্বরে ১৫৯০ পান। কিন্তু কম্পিউটার সফটওয়্যার তৈরির নেশা তাকে পরিণত করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সফল ড্রপ আউট হিসেবে। তিনি এখন বিশ্বের শীর্ষ ধনকুবের। কিন্তু যখন পুঁজিবাজারের কথা আসে, তখন এই শীর্ষ ধনী আরেক ধনকুবের ওয়ারেন বাফেটকে অক্ষরে অক্ষরে মানেন। খবর সিএনবিসির। ডোনান্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ওয়াল স্ট্রিটে ষাড়ের তেজিভাব যেন আরও চাঙ্গা হতে থাকে। এ বছর আগের সব সূচককে পেছনে ফেলে এগিয়ে যায় মার্কিন বাজার। ভেঙ্গে ফেলে আগের সব রেকর্ডও। এখনও সে ধারা অব্যাহত আছে। ট্রাম্প রাজত্ব শুরু হওয়ার আগে অর্থনীতির এই গতিতে মার্কিন সুদের হার বাড়ানোর কথা ভাবেন নীতি নির্ধারকরা। এক দশকের মধ্যে দ্বিতীয়বার সুদের হার বাড়ায় কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সিস্টেম। কিন্তু এর আগে অর্থনীতিতে কী ধরনের পরিবর্তন আসছে- সে দোলাচলে বিনিয়োগকারীরা যখন দুল ছিলেন, তখন ঠিকই এগিয়ে গেছেন কৌশলী বিনিয়োগকারীরা। বিনিয়োগের কৌশলও তারা প্রয়োগ করেছেন। বিল গেটস জানান, প্রযুক্তি বাজারে যাই হোক, পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে ওয়ারেন বাফেট তার ওঁস্তাদ। অর্থনীতির এমন দোলাচলের মধ্যেও তিনি বিনিয়োগের কৌশল বদলাবেন না। বরং ওয়ারেন বাফেটকে অনুসরণ করবেন। এক দর্শনে বিশ্বাস আছে বিল গেটসের। সেটি হচ্ছে ওয়ারেন বাফেটের দর্শন। তিনি বলেন, ওয়ারেন বাফেটের সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি ধারণা আছে সেটা এমন- সামষ্টিক অর্থনীতির উত্থান-পতন হতেই পারে। যখন আপনি ভাল মৌলভিত্তি সম্পন্ন কোম্পানি খুঁজে পাবেন, তখন তাতে বিনিয়োগ করুন।
×